করোনার বিরুদ্ধে লড়াইয়ে এ বার এগিয়ে এলেন বাংলার আম্পায়াররা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র বিভিন্ন গ্রেডের রেজিস্টার্ড ১৫৭ জন আম্পায়ার তাঁদের বেতনের একাংশ তুলে দিলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
দেড়শোর বেশি আম্পায়ারের তরফে মোট উঠেছে ১,৯১, ৮৪০ টাকা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের আবেদন সাড়া দিয়েই আম্পায়াররা করোনার বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিয়েছেন। সিএবি-র তরফে করোনা মোকাবিলায় মোট ৪২ লক্ষ টাকা দেওয়া হয়েছে। প্রথমে ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। পরে দেওয়া হয় আরও ১৭ লক্ষ টাকা।
আরও পড়ুন: লকডাউনে ঘরবন্দি, আত্মজীবনী লিখছেন ভারতের প্রাক্তন পেসার