চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে পরের বছর এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ কাটিচ বলেছেন, “যে ভাবে মহিলাদের টি২০ বিশ্বকাপ হয়েছে, সে ভাবে গ্রীষ্মের পরের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের একটা সম্ভাবনা থাকছেই। দেখা যাক, সূচির অদল-বদল সম্ভব কি না। এফটিপি-তে এমন পরিবর্তন সম্ভব কি না, সেটাও দেখতে হবে। আমি নিশ্চিত যে টি২০ বিশ্বকাপের আয়োজনই এখন সবার কাছে অগ্রাধিকার পাচ্ছে। অস্ট্রেলিয়ায় এই গ্রীষ্মে যাতে এই প্রতিযোগিতা হয়, তা নিশ্চিত হোক, এটাই চাইছি।”
আরও পড়ুন: ছেলের সঙ্গে তুমুল নাচ! ভিডিয়ো শেয়ার করলেন শিখর ধওয়ন