Advertisement
১৮ জুলাই ২০২৪
Mahendra singh dhoni

নিজের ফার্মের স্ট্রবেরি খেলেন মহেন্দ্র সিংহ ধোনি

শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন মাহি। সেখানে দেখা যায়, নিজের ফার্ম হাউজের স্ট্রবেরির স্বাদ নিচ্ছেন তিনি।

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ২০:৩২
Share: Save:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো মাঝেমাঝেই খবরের শিরোনামে থাকেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাকটিভ থাকেন না ধোনি। তবে ক্রিকেটের বাইরেও বেশ কিছু কাজ একই রকম মন দিয়ে করতে ভালবাসেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

শুক্রবার নিজের ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন মাহি। সেখানে দেখা যায়, নিজের ফার্ম হাউজের স্ট্রবেরির স্বাদ নিচ্ছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘আমি যদি ফার্ম হাউসে আসি, তাহলে বাজারে পাঠানোর মতো স্ট্রবেরি আর থাকবে না।’’

ভারতের প্রাক্তন অধিনায়কের ফার্ম থেকে উৎপাদিত ফসল যায় সংযুক্ত আরব আমিরশাহিতেও। শুধুমাত্র স্ট্রবেরি নয়, তার পাশপাশি কফি, টমেটো, ব্রোকলি, মটরশুঁটি, পেঁপে এসব কিছুই চাষ হয় ধোনির এই ফার্মে।

আরও পড়ুন: টেস্ট সেঞ্চুরিতে ছুঁলেন বিরাট কোহালিকে, স্টিভ স্মিথ এগিয়ে রানের গড়ে

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ৩৩৮, রোহিত-শুভমনকে হারিয়েও লড়ছে ভারত

এই ভিডিও মাত্র কয়েক মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

A post shared by M S Dhoni (@mahi7781)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahendra singh dhoni Strawberry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE