বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি। শুক্রবার নিউ জ়িল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। ইংরেজ বোলারদের শাসন করে জিতিয়েছে তারা। ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র নিউ জ়িল্যান্ডকে জয় এনে দিয়েছেন। এই ম্যাচে বেশ কিছু নজির হয়েছে।
১) নিউ জ়িল্যান্ডের তরুণতম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে শতরান রাচিন রবীন্দ্রের। কেন উইলিয়ামসনের জায়গায় দলে এসেছিলেন তিনি। নেমেছিলেন তিন নম্বরে। সেখানেই নজির গড়লেন রবীন্দ্র। ২৩ বছর ২৯১ দিন বয়সে শতরান করে তিনি এই নজির গড়লেন। পেরোলেন নাথান অ্যাসলেকে।
২) নিউ জ়িল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে বৃহত্তম জুটি। দ্বিতীয় উইকেটে ৩৫.১ ওভারে ২৭৩ রানের জুটি গড়েন কনওয়ে এবং রবীন্দ্র। এটাই বিশ্বকাপে সে দেশের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ১৯৯৬ বিশ্বকাপে লি জারমন এবং ক্রিস হ্যারিসের ১৬০ রান।
৩) বিশ্বকাপে রান তাড়া করার সময়ে প্রথম কোনও ক্রিকেটারের ১৫০ বা তাঁর বেশি রান। এই নজির গড়লেন কনওয়ে। ৮৩ বলে শতরান করেন। তার পরের ৩৮ বলে ৫২ রান করেন। অপরাজিত থাকেন ১৫২ রান করে।
আরও পড়ুন:
৪) রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ জুটি। ২৭৩ রানের জুটি আগে কখনও হয়নি। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এবং উপুল থরঙ্গার ২৩১ রানের রেকর্ড ভেঙে দিলেন।
৫) এক দিনের ক্রিকেটে প্রথম বার এক ইনিংসে সব ব্যাটারের দু’অঙ্কের রান। ইংল্যান্ডে আগে ব্যাট করার সময় এই কৃতিত্ব করে দেখিয়েছে, যা আগে কোনও দিন হয়নি।