Advertisement
E-Paper

রাঁচীর পর রায়পুরের মাঠেও দর্শক! লক্ষ্য সেই কোহলিই, পৌঁছে গেলেন বিরাটের কাছে

গত রবিবার রাঁচীর মাঠে ঢুকে পড়েছিলেন সৌভিক মুর্মু। বুধবার রায়পুরে আবার এক যুবক নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। তিনিও অনায়াসে বিরাট কোহলির কাছে পৌঁছে যান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০
picture of cricket

রায়পুরে বিরাট কোহলিকে প্রণাম ক্রিকেটপ্রেমীর। ছবি: পিটিআই।

রাঁচীর পর রায়পুর। নিরাপত্তা এড়িয়ে আবার মাঠে ঢুকে পড়লেন এক ক্রিকেটপ্রেমী। লক্ষ্য সেই বিরাট কোহলি। বুধবার জলপানের বিরতির সময় ওই যুবক কোহলির কাছে পৌঁছে গেলেন অনায়াসে।

রাঁচীতে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম এক দিনের ম্যাচে গ্যালারির ফেন্সিং টপকে মাঠে ঢুকে পড়েছিলেন সমর মুর্মু। হুগলির আরামবাগের যুবক পৌঁছে গিয়েছিলেন পিচে কোহলির কাছে। শতরান করা কোহলির পা জড়িয়ে ধরেন বিরাট ভক্ত। তার পর রায়পুরের ম্যাচেও নিরাপত্তা বিঘ্নিত হল। বুধবার ভারতের ইনিংসের জলপানের বিরতির সময় এক ক্রিকেটপ্রেমী মাঠে ঢুকে পড়েন। আগের ম্যাচে শতরান করা কোহলির কাছে পৌঁছেও যান ওই যুবক। কোহলির পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। এর পর তাঁকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।

রায়পুরে এমন ঘটনা নতুন নয়। ২০২৩ সালের জানুয়ারি মাসেও এক ক্রিকেটপ্রেমী নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েছিলেন। জড়িয়ে ধরেছিলেন রোহিত শর্মাকে। মঙ্গলবার হায়দরাবাদের মাঠেও হার্দিক পাণ্ড্যর কাছে পৌঁছে গিয়েছিলেন একাধিক ক্রিকেটপ্রেমী। তাঁরা বডোদরার অলরাউন্ডারের সঙ্গে নিজস্বীও তোলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচের মাঝে।

কোহলির ছোঁয়া পেতে রাঁচীর আগেও দু’বার মাঠে দর্শক ঢুকে পড়ে। প্রথম বার ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে। অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তখন ব্যাট করছেন কোহলি। ১৪তম ওভারের মাঝে বিশ্বকাপ ফাইনালের কড়া নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েন এক যুবক। তাঁর মুখে একটি রুমাল বাঁধা ছিল। পরনে ছিল টি-শার্ট। সেখানে লেখা “যুদ্ধ থামাও। প্যালেস্টাইনকে স্বাধীন করো।” তিনি ঢুকে কোহলিকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা সেই যুবককে ধরে নিয়ে যান। কিছু ক্ষণ বন্ধ থাকে খেলা। কোহলিকে জড়িয়ে ধরলেও যুবকের মাঠে নামার উদ্দেশ্য হয়তো ছিল রাজনৈতিক। প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে বার্তা দিতেই নেমেছিলেন তিনি।

তার পরের ঘটনা গত আইপিএলের সময় ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ চলছিল। হঠাৎ গ্যালারির ফেন্সিং টপকে মাঠে নেমে পড়েন এক যুবক। সোজা কোহলির কাছে গিয়ে তিনি মাঠে শুয়ে পড়ে জড়িয়ে ধরেন ক্রিকেটারের পা। তত ক্ষণে নিরাপত্তারক্ষীরা তাঁর কাছে পৌঁছে গিয়েছেন। কোহলি কিন্তু বর্ধমানের যুবক ঋতুপর্ণ পাখিরাকে বুকে জড়িয়ে নেন। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, সাবধানে তাঁকে নিয়ে যেতে।

কড়া নিরাপত্তা এড়িয়ে বার বার ভারতের ক্রিকেট মাঠগুলিতে ঢুকে পড়ছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁরা পৌঁছে যাচ্ছেন কোহলি, রোহিতদের কাছে। স্বভাবতই ভারতের ক্রিকেট মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন ক্রমশ বড় হচ্ছে।

India vs South Africa 2025 Virat Kohli fan ODI series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy