পার্থের পর ব্রিসবেন, অস্ট্রেলিয়া সিরিজ়ের প্রথম এবং শেষ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। অস্ট্রেলিয়ার পশ্চিম এবং পূর্ব, দুই প্রান্তেই বৃষ্টি পিছু ছাড়ল না ভারতের। তবে সিরিজ় ঢুকেছে তাদের পকেটেই। সিরিজ়ের সেরা হয়েছেন অভিষেক শর্মা। তিনি জানিয়েছেন, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাই তাঁর স্বপ্ন। অধিনায়ক সূর্যকুমার যাদবের আবার অন্য একটি বিষয় নিয়ে মাথাব্যথা রয়েছে।
পাঁচ ম্যাচে ১৬৩ রান করেছেন অভিষেক। সিরিজ়ের সেরা হয়ে জানিয়েছেন, বিশ্বকাপ জেতাই তাঁর স্বপ্ন। অভিষেকের কথায়, “বিশ্বকাপে খেলতে পারলে আমার স্বপ্ন সত্যি হবে। ছোটবেলায় ভারতের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতাম। প্রতিযোগিতার জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে চাই।”
অভিষেক জানিয়েছেন, অস্ট্রেলিয়ার সফল হওয়ার জন্য মানসিক এবং টেকনিক্যাল প্রস্তুতি নিয়েছিলেন তিনি। অভিষেকের কথায়, “অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাব জানতে পেরে খুব উত্তেজিত ছিলাম। নিজেকে তৈরি করছিলাম। বরাবর দেখেছি অস্ট্রেলিয়ার পিচ ব্যাটিং-সহায়ক। তাই বিপক্ষের বোলার এবং পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয়েছিলাম।”
অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলতে হবে ভেবেও ভয় পাননি অভিষেক। তিনি জানিয়েছেন, অতি আগ্রাসী ব্যাটিং করার কথাই ভেবে রেখেছিলেন। ওপেনারের কথায়, “ভাল ক্রিকেট খেলতে গেলে এবং দলের হয়ে অবদান রাখতে গেলে বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে খেলতেই হবে। আমি এ ধরনের বোলারদের বিরুদ্ধে খেলার জন্য অনুশীলন করেছি। এ ভাবেই তো কোনও ক্রিকেটারের উন্নতি হয়।”
অভিষেকের সংযোজন, “অধিনায়ক এবং কোচ আমাকে স্বাধীন ভাবে খেলার অনুমতি দিয়েছে। ২০ বা ৩০ রান হয়ে গেলে লম্বা ইনিংস খেলার সুযোগ থাকে। তবে শুরুটা ভাল করার দিকে সব সময়ে লক্ষ্য রাখি।”
আরও পড়ুন:
সূর্যের চিন্তা, কী ভাবে এত ক্রিকেটারকে বিশ্বকাপে জায়গা দেবেন। তিনি বলেছেন, “মাথাব্যথাটা এমনিতে ভালই। হাতে অনেক বিকল্প থাকে আমাদের। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলার কারণে বিশ্বকাপের আগে আমাদের প্রস্তুতিটা খুবই ভাল হবে।”
ঘরের মাঠে বিশ্বকাপ খেলা কঠিন হলেও সূর্যের মতে, উত্তেজক ক্রিকেট খেলবেন তাঁরা। ভারত অধিনায়কের কথায়, “ভারতের মাটিতে মহিলা দল বিশ্বকাপ জেতার পর কী হয়েছে সেটা সকলেই দেখেছি। দর্শকেরা অবিশ্বাস্য সমর্থন করেছে। তাই নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হব। উত্তেজক প্রতিযোগিতা খেলার আশায় আছি। তবে এখনও দুটো সিরিজ় বাকি আছে বিশ্বকাপের আগে।”