Advertisement
E-Paper

দুই ইনিংসেই শতরান করে গম্ভীরের চাপ বাড়ালেন জুরেল, চোট পাওয়ার পরেও ব্যাট করতে নেমে অর্ধশতরান পন্থের

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্বপ্নের ফর্মে ধ্রুব জুরেল। দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। দ্বিতীয় বেসরকারি টেস্টেও জয়ের সামনে ভারত এ দল। শেষ দিনে ১০টি উইকেট চাই তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৮:১৯
cricket

শতরানের পর জুরেলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে স্বপ্নের ফর্মে রয়েছেন ধ্রুব জুরেল। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন তিনি। তাঁর পারফরম্যান্সের জেরে দ্বিতীয় বেসরকারি টেস্টেও জয়ের সামনে ভারত এ দল। শেষ দিনে ১০টি উইকেট চাই তাদের। ৪১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা এ-র স্কোর ২৫/০।

দুই ইনিংসেই শতরান করার সুবাদে নমন ওঝার নজির ছুঁয়ে ফেলেছেন জুরেল। ভারত এ দলের হয়ে শেষ বার দুই ইনিংসেই শতরান ছিল ওঝার। ২০১৪-য় অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ব্রিসবেনে অপরাজিত ২১৯ এবং অপরাজিত ১০১ করেছিলেন তিনি। ১১ বছর পর সেই নজির ছুঁলেন জুরেল।

প্রথম সেশনে চোট পেয়ে ঋষভ পন্থ বেরিয়ে যাওয়ার পর ব্যাট করতে নামেন জুরেল। ধৈর্য নিয়ে খেলতে থাকেন তিনি। শতরান সম্পূর্ণ করেন ১৫৯ বলে। শেষ পর্যন্ত ১২৭ রানে অপরাজিত থাকার সময়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ভারত এ। ৮৯.২ ওভারে ৩৮২/৭ স্কোর থাকার সময় ডিক্লেয়ার করা হয় ইনিংস। ভারত এ তখন এগিয়ে ছিল ৪১৬ রানে।

দিনের শুরুতে অবশ্য চিন্তায় ফেলে দেন পন্থ। পেসার শেপো মোরাকির বলে তিন বার আঘাত পান তিনি। প্রথমে লাগে হেলমেটে, তার পর কনুই এবং শেষে তলপেটে। ১৭ রানের মাথায় ক্রিজ়‌ ছেড়ে উঠে যান তিনি। তখন দলের এক সূত্র বলেছিলেন, “ফিজিয়োরা ওর খেয়াল রাখছেন। ও আর ব্যাট করবে কি না সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে।”

শেষ পর্যন্ত পন্থ আবার ব্যাট করতে নামেন। অর্ধশতরানও করেন। তাঁর ৫৪ বলে ৬৫ রানের ইনিংসে রয়েছে পাঁচটি চার এবং চারটি ছয়। দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌ে তাঁর খেলা নিয়ে চিন্তার কিছু নেই। পন্থ আউট হওয়ার পরেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত।

ওয়েস্ট ইন্ডিজ়‌ সিরিজ়ে পন্থ না থাকায় দু’টি টেস্টেই খেলেছিলেন জুরেল। একটি শতরানও ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ়‌ে তাঁর জায়গা পাওয়া অনিশ্চিত। কারণ পন্থ ফিরছেন দলে। তবে যে ফর্মে রয়েছেন জুরেল তা চিন্তায় ফেলে দেবে কোচ গৌতম গম্ভীরকে। অন্য কোনও ব্যাটারের জায়গায় জুরেলকে খেলানো হতে পারে। কারণ লাল বলের ক্রিকেটে তিনি ক্রমশই শক্তিশালী এবং ভরসাযোগ্য হয়ে উঠছেন।

এখনও পর্যন্ত সাতটি টেস্টে ৪৩০ রান করেছেন জুরেল। একটি শতরান এবং একটি অর্ধশতরান রয়েছে।

Dhruv Jurel Rishabh Pant India A
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy