শেষ পর্যন্ত কি এশিয়া কাপ ট্রফি আসতে চলেছে ভারতের হাতে? চ্যাম্পিয়ন হওয়ার পর কি অবশেষে ট্রফি পাবেন সূর্যকুমার যাদবেরা? তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। আইসিসি-র বৈঠকে ভারত ও পাকিস্তানের কর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। সেখানেই জানা গিয়েছে, সমাধান খোঁজার চেষ্টা চলছে।
শুক্রবার দুবাইয়ে আইসিসি-র বৈঠক ছিল। বৈঠকের বাইরে ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি উপস্থিত ছিলেন সেখানে। পাক বোর্ডের পাশাপাশি এশীয় ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান নকভি। বৈঠক শেষে সংবাদ সংস্থা পিটিআই-কে আশার কথা শুনিয়েছেন শইকীয়া। তিনি বলেন, “আইসিসি-র দুটো বৈঠকেই আমি ছিলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নকভিও সেখানে ছিলেন। আইসিসি-র বৈঠকে ট্রফি নিয়ে কোনও আলোচনা হয়নি। কিন্তু আলাদা করে আমার ও নকভির মধ্যে একটা বৈঠকের আয়োজন করেছিল আইসিসি। সেখানে আইসিসি-র দুই কর্তাও ছিলেন।”
শইকীয়া জানিয়েছেন, ইতিবাচক আলোচনা হয়েছে দু’দেশের মধ্যে। তিনি বলেন, “ভাল ভাবে আলোচনা হয়েছে। দু’দেশই নিজেদের কথা বলেছে। কোনও রকম ঝগড়া বা কথা কাটাকাটি হয়নি। দু’দেশই সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে।”
আরও পড়ুন:
আপাতত দুবাইয়ে আইসিসি-র সদর দফতরে ট্রফি রাখা আছে। নকভির নির্দেশ, তাঁর অনুমতি ছাড়া যাতে কোনও ভাবেই ট্রফি সেখান থেকে সরানো না হয়। আগে জানা গিয়েছিল, নকভির হাত থেকে ট্রফি না নিলে তিনি ট্রফি দেবেন না। এখনও কি নিজের মনোভাবে অনড় তিনি? শইকীয়া বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে চাইছে দু’দেশ। বরফ গলেছে। তাই বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। ওরা কিছু প্রস্তাব দিয়েছে। আমরাও দিয়েছি। এ বার দেখি কী করা যায়।”
দুবাইয়ের মাঠে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল ভারত। কিন্তু পাক বোর্ডের প্রধান নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেন সূর্যকুমারেরা। নকভি ট্রফি নিয়ে হোটেলে চলে যান। ট্রফি ছাড়াই উল্লাস করে ভারতীয় দল। কিন্তু এখনও ট্রফি তারা পায়নি। তার পর থেকে বার বার ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এক অপরের উপর চাপ তৈরির চেষ্টা করেছে। আইসিসি-কেও হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে। কিন্তু এখনও সমস্যার সমাধান হয়নি। তবে এ বার শইকীয়ার কথায় আশার আলো দেখছে ভারত। অবশেষে হয়তো ট্রফি আসতে চলেছে ভারতের হাতে।