এক দিনের ক্রিকেটে সাম্প্রতিক কালে ভাল ফর্মে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দু’বছর পর এক দিনের বিশ্বকাপে তাঁদের খেলার সম্ভাবনা রোজই বাড়ছে। তবে দুই তারকা ক্রিকেটারকে বিশ্বকাপে খেলতে দেখতে চাইছেন না রহমানুল্লাহ গুরবাজ়। তাঁর ধারণা, এই দু’জন খেললে আবার তাঁর দেশকে হারতে হবে ভারতের কাছে।
‘স্পোর্টস তক’-এ দেওয়া সাক্ষাৎকারে গুরবাজ় জানিয়েছেন, রোহিত এবং কোহলি না খেললে বাকি দলগুলি ভারতের বিরুদ্ধে অনেক আত্মবিশ্বাসী হয়ে নামবে। গুরবাজ়ের কথায়, “আফগানিস্তানের ক্রিকেটার হিসাবে আমি খুশি হব যদি ওরা ভারতের দলে না থাকে। ওরা ভারতীয় দলে না থাকলে আমাদের জেতার সম্ভাবনা আরও বাড়বে। কারণ ওরা কিংবদন্তি।”
গুরবাজ়ের সংযোজন, “রোহিতের বিশ্বকাপের দলে থাকার দরকার নেই বা কোহলিকে বাদ দেওয়া হোক, এমন কথা কেউ সাহস করে বলতে পারবে না। কিন্তু ওরা দলে না থাকলে বাকি সব দল খুশি হবে। ওরা দু’জনেই ভারতীয় ক্রিকেটে খুব বড় নাম। ওরা দু’জনেই ক্রিকেটার হিসাবে খুবই ভাল।”
আরও পড়ুন:
এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান রয়েছে কোহলির। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাঁচীর পর রায়পুরেও শতরান করেছেন তিনি। ৫০ ওভারের ফরম্যাটে তাঁর ৫৩তম শতরান হয়ে গেল তাঁর। অন্য দিকে, রোহিত সিডনিতে শতরান করার পর রাঁচীতে অর্ধশতরান করেছিলেন। তবে রায়পুরে রান পাননি।