১৫ বছর পর বিজয় হজারে ট্রফিতে খেলতে চলেছেন বিরাট কোহলি। দিল্লির হয়ে আসন্ন প্রতিযোগিতায় খেলবেন বলে কথা দিয়েছেন। এখন থেকেই অপেক্ষার প্রহর গুণতে শুরু করে দিয়েছেন সমর্থকেরা। ভারতের হয়ে খেলার পর ঘরোয়া ক্রিকেটেও তাঁরা দিল্লির জার্সিতে কোহলির খেলা দেখতে চান।
বিজয় হজারেতে গ্রুপ পর্বে সাতটি ম্যাচ খেলবে দিল্লি। তাদের অভিযান শুরু ২৪ ডিসেম্বর, অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। এর পর ম্যাচ রয়েছে গুজরাত (২৬ ডিসেম্বর), সৌরাষ্ট্র (২৯ ডিসেম্বর), ওড়িশা (৩১ ডিসেম্বর), সার্ভিসেস (৩ জানুয়ারি), রেলওয়েজ় (৬ জানুয়ারি) এবং হরিয়ানার (৮ জানুয়ারি) বিপক্ষে। সব ক’টি ম্যাচই শুরু সকাল ৯টা থেকে।
ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় দিল্লি সব ম্যাচই খেলবে কর্নাটকের আলুরে। তবে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রেও হতে পারে ম্যাচ। সৈয়দ মুস্তাক আলিতে হার্দিক পাণ্ড্যকে নিয়ে উন্মাদনা দেখা গিয়েছে। কোহলি খেললে যে সেই উন্মাদনা আরও কয়েক গুণ বাড়বে, তা বলাই বাহুল্য। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে, কোহলি মাত্র তিনটি ম্যাচে খেলবেন। অন্য সূত্র থেকে জানা যাচ্ছে, তিনি দু’টি ম্যাচ খেলবেন।
শেষ বার ২০১০-এ বিজয় হজারেতে খেলেছিলেন কোহলি। সেই ম্যাচে অধিনায়ক ছিলেন কোহলি। আট বলে ১৬ রান করেছিলেন। ওই ম্যাচে মিঠুন মনহাস ১৪৮ রান করেছিলেন, ঘটনাচক্রে যিনি এখন বিসিসিআই সভাপতি। এ বছরের শুরুতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ খেলেছিলেন কোহলি।
দিল্লি নকআউটে উঠলে, সেই খেলা চলবে ১২-১৮ জানুয়ারি। তবে ওই ম্যাচগুলিতে খেলা হবে না কোহলির। সেই সময়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় চলবে। জানুয়ারির ১১, ১৪ এবং ১৮ তারিখ, যথাক্রমে বডোদরা, রাজকোট এবং ইন্দোরে হবে ম্যাচগুলি।
আরও পড়ুন:
মঙ্গলবারই সংবাদসংস্থা পিটিআই ডিডিসিএ-র সভাপতি রোহন জেটলিকে উদ্ধৃত করে জানায়, কোহলি দিল্লির হয়ে দেশের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফিতে খেলবেন। ডিডিসিএ-র সচিব অশোক শর্মাও একই কথা বলেন। তিনি বলেন, “কোহলি দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিকে জানিয়েছে, ও বিজয় হজারে ট্রফিতে খেলবে।” ১৫ বছর পর আবার ঘরোয়া এক দিনের ক্রিকেটে খেলবেন কোহলি। গত বছর রঞ্জি ট্রফির একটি ম্য়াচ খেলেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালের পর থেকে বিজয় হজারেতে দেখা যায়নি তাঁকে। অবশেষে খেলবেন তিনি।