বোর্ডের নির্দেশের বিরুদ্ধে গিয়ে প্রথমে বলে দিয়েছিলেন বিজয় হজারে ট্রফিতে খেলবেন না। কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদলে ফেলেন বিরাট কোহলি। জানিয়ে দেন, ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় খেলতে অসুবিধা নেই তাঁর। কোহলির সিদ্ধান্ত বদলের নেপথ্যে রয়েছেন বোর্ডের কর্তারা। তাঁরাই ভারতের ক্রিকেটারকে রাজি করিয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য।
‘এনডিটিভি’-কে বোর্ডের এক সূত্র বলেছেন, “বিজয় হজারে ট্রফি নিয়ে আলোচনা হয়েছে। কোহলি প্রথমে কিছুতেই এই প্রতিযোগিতায় খেলতে রাজি হয়নি। রোহিত শর্মা খেলতে রাজি। তা হলে একজন ক্রিকেটারের জন্য ব্যতিক্রম হয় কী করে? বাকি খেলোয়াড়দেরই বা আমরা কী বলব? ওদের তো বলতে হবে, একজন রয়েছে যে তোমাদের থেকে আলাদা।”
এর পরেই বোর্ডের নির্বাচকেরা কোহলিকে বিজয় হজারেতে খেলানোর ব্যাপারে রাজি করাতে থাকেন। তাঁকে বলা হয়, তিনি খেললে কী ভাবে নিজেরই শুধু উন্নতি হবে না, ঘরোয়া ক্রিকেটেরও আকর্ষণ বাড়বে। সব শুনে রাজি হন কোহলি। রাঁচী বিমানবন্দরে নির্বাচক প্রজ্ঞান ওঝার সঙ্গে কথা হয়েছিল কোহলির। সেখানে এ বিষয়ে কথা হয়ে থাকতে পারে। তবে দুই পক্ষই আনুষ্ঠানিক ভাবে এ নিয়ে মুখ খোলেনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবারই সংবাদসংস্থা পিটিআই ডিডিসিএ-র সভাপতি রোহন জেটলিকে উদ্ধৃত করে জানায়, কোহলি দিল্লির হয়ে দেশের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফিতে খেলবেন। ডিডিসিএ-র সচিব অশোক শর্মাও একই কথা বলেন। তিনি বলেন, “কোহলি দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি রোহন জেটলিকে জানিয়েছে, ও বিজয় হজারে ট্রফিতে খেলবে।” ১৫ বছর পর আবার ঘরোয়া এক দিনের ক্রিকেটে খেলবেন কোহলি। গত বছর রঞ্জি ট্রফির একটি ম্য়াচ খেলেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালের পর থেকে বিজয় হজারেতে দেখা যায়নি তাঁকে। অবশেষে খেলবেন তিনি।