ভারতের খেলা মানেই প্রথম একাদশ নিয়ে বিস্তর জল্পনা। বিশেষ করে গৌতম গম্ভীর দলের প্রধান কোচ হওয়ার পর তা আরও বেড়েছে। গম্ভীর যে কাদের খেলাবেন, কোন পরিকল্পনায় দল নামাবেন তা বোঝা মুশকিল। রাঁচীতে প্রথম এক দিনের ম্যাচ জিতলেও দলের সকলের পারফরম্যান্স খুশি করেনি কোচ গম্ভীরকে। ফলে রায়পুরে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতীয় দলে জোড়া বদল হতে পারে। জায়গা হারাতে পারেন এক ব্যাটার ও এক অলরাউন্ডার। বদলে দুই ব্যাটার দলে ঢুকতে পারেন। ব্যাটিং আরও মজবুত করার চেষ্টা করবেন কোচ।
রাঁচীতে দেখা গিয়েছে, ৩৪৯ রান করেও নিশ্চিন্ত হতে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকা শুরুতে ৩ উইকেট না হারালে খেলা হয়তো জিতেও যেত। রায়পুরেও শিশির পড়বে। হয়তো রাঁচীর থেকেও বেশি পড়বে। তাই প্রথমে ব্যাট করলে রান বেশি করে রাখতে হবে। সেই লক্ষ্যেই হয়তো ব্যাটারের সংখ্যা বাড়াবেন গম্ভীর।
ভারতের সম্ভাব্য একাদশ:
১) যশস্বী জয়সওয়াল— রায়পুরে কেরিয়ারের তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামবেন যশস্বী। আগের দুই ম্যাচে বড় রান করতে পারেননি। রায়পুরে করতে চাইবেন তিনি।
২) রোহিত শর্মা— রাঁচীতে অর্ধশতরান করেছেন। ছন্দে রয়েছেন। সেই ছন্দই রায়পুরে ধরে রাখতে চাইবেন তিনি।
৩) বিরাট কোহলি— রাঁচীতে শতরান করেছেন কোহলি। রোহিতের পাশাপাশি তাঁকেও ভাল দেখাচ্ছে। ঘরের মাঠে আরও একটি ম্যাচে বড় রান চাইবেন কোহলি।
৪) তিলক বর্মা— প্রথম ম্যাচে খেলেননি। রুতুরাজ গায়কোয়াড় সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ফলে তিলককে মিডল অর্ডারে দেখা যেতে পারে। বাদ পড়বেন রুতুরাজ।
৫) ঋষভ পন্থ— রাঁচীতেই পন্থের খেলার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু নেওয়া হয়নি তাঁকে। রায়পুরে মিডল অর্ডার শক্তিশালী করতে খেলানো হতে পারে পন্থকে। তিনি খেললে উইকেটরক্ষকও তিনিই থাকবেন। সে ক্ষেত্রে বাদ পড়বেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ম্যাচে রান পাননি তিনি। পাশাপাশি তিন ওভারের বেশি বলও দেওয়া যায়নি তাঁকে। তাই তাঁকেই বাইরে বসতে হবে।
৬) লোকেশ রাহুল— রাঁচীতে শেষ দিকে ভাল ইনিংস খেলেছেন। ফিনিশারের কাজটাই রায়পুরেও করতে চান তিনি।
আরও পড়ুন:
৭) রবীন্দ্র জাডেজা— রাহুলের মতো তিনিও রাঁচীতে ভাল ব্যাট করেছেন। রায়পুরে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁর।
৮) হর্ষিত রানা— গম্ভীরের চোখে হর্ষিত অলরাউন্ডার। এর আগেও আট নম্বরে ব্যাট করেছেন তিনি। রায়পুরেও সেখানেই নামবেন হর্ষিত। পাশাপাশি নতুন বল হাতেও দেখা যাবে তাঁকে। আগের ম্যাচের ছন্দে বল করার চেষ্টা করবেন তিনি।
৯) কুলদীপ যাদব— রাঁচীতে ৪ উইকেট নিয়েছেন। তাঁর হাতেই খেলা ঘুরিয়েছে ভারত। সেই কাজটা আরও এক বার করার চেষ্টা করবেন কুলদীপ।
১০) অর্শদীপ সিংহ— প্রথম ম্যাচে নতুন বলে উইকেট পেয়েছিলেন। রায়পুরেও নতুন বল দেখা যাবে অর্শদীপের হাতে।
১১) প্রসিদ্ধ কৃষ্ণ— পেস আক্রমণে বদল করবে না ভারত। হর্ষিত ও অর্শদীপের পাশাপাশি প্রসিদ্ধকেও খেলতে দেখা যাবে ভারতের প্রথম একাদশে।