অহমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭০ জনের। গোটা ভারতেই শোকের আবহ। এই অবস্থায় অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি উন্মোচনের অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল। আদৌ এই অনুষ্ঠান করা হবে কি না, তাই নিয়েই সন্দেহ রয়েছে।
ভারত-ইংল্যান্ড সিরিজ়ের বিজয়ীদের এত দিন পটৌডি ট্রফি দেওয়া হত, যে নাম রাখা হয়েছিল মনসুর আলি খান পটৌডির নামে। সম্প্রতি সেই ট্রফির নাম বদলে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি রাখা হয়েছে। জেমস অ্যান্ডারসন এবং সচিন তেন্ডুলকরকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত। সেই ট্রফির নামকরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল শনিবার। তবে ইংল্যান্ড বোর্ড এবং ভারতীয় বোর্ড যৌথ ভাবে এই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
ইসিবি-র এক আধিকারিক ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটে বলেছেন, “ভারতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতি সম্মান জানাতে এই অনুষ্ঠান কিছুটা পিছিয়ে দেওয়াই যায়। আপাতত অনুষ্ঠানের জন্য সঠিক দিনের অপেক্ষা করছে বিসিসিআই।” শোনা গিয়েছে, তেন্ডুলকর এবং অ্যান্ডারসন দু’জনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:
ইংল্যান্ড বোর্ড চেয়েছিল পটৌডি ট্রফি পুরোপুরি তুলে দিতে। তবে এই সিরিজ়ের সঙ্গে যাতে পটৌডির নাম যুক্ত থাকে, তার জন্য অনুরোধ করেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং তেন্ডুলকর। শোনা গিয়েছে, হয়তো বিজয়ী দলের পদকে থাকতে পারে পটৌডির নাম।