Advertisement
E-Paper

বাবা সচিনের পথেই পুত্র অর্জুন, বিয়ে করছেন বয়সে বড় সানিয়া চন্দোককে, দু’জনের বয়সের তফাত কত?

বিয়ের ব্যাপারে বাবা সচিন তেন্ডুলকরের পথেই হাঁটলেন অর্জুন তেন্ডুলকর। সচিনের থেকে তাঁর স্ত্রী অঞ্জলি যেমন বয়সে বড়, তেমনই অর্জুনের থেকে বয়সে বড় তাঁর হবু স্ত্রী সানিয়া চন্দোক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৮:৩৮
cricket

অর্জুন তেন্ডুলকর (বাঁ দিকে) এবং সানিয়া চন্দোক। ছবি: সমাজমাধ্যম।

বিয়ের ব্যাপারে বাবা সচিন তেন্ডুলকরের পথেই হাঁটলেন অর্জুন তেন্ডুলকর। বয়সে বড় মহিলাকেই বিয়ে করছেন অর্জুন। সানিয়া চন্দোকের সঙ্গে কিছু দিন আগেই বাগ্‌দান হয়েছে তাঁর। সেই সানিয়া বয়সে অর্জুনের থেকে এক বছরের বেশি বড়।

গত ১৩ অগস্ট অর্জুনের সঙ্গে সানিয়ার বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। সানিয়ার জীবনপঞ্জী ঘাঁটতে গিয়ে দেখা গিয়েছে, তাঁর জন্ম ১৯৯৮ সালের ২৩ জুন। অর্থাৎ এখন তাঁর ২৬ বছর বয়স। অর্জুনের জন্ম ১৯৯৯-এর ২৪ সেপ্টেম্বর। তিনি এখন ২৫। অর্থাৎ অর্জুনের থেকে এক বছর তিন মাসের বড় সানিয়া। ঘটনাচক্রে, অর্জুন তাঁর দিদি সারার থেকে দু’বছরের ছোট।

সচিন ১৯৯৫ সালে অঞ্জলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তবে বিয়ের আগে থেকেই তাঁদের পাঁচ বছর বয়সের ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল। সচিনের জন্ম ১৯৭৩-এর ২৪ এপ্রিল। অঞ্জলির জন্ম ১৯৬৭-র ১০ নভেম্বর। অঞ্জলি পেশায় চিকিৎসক ছিলেন। বিয়ের পর তিনি কেরিয়ার ছেড়ে দেন। নিজের ক্রিকেটজীবনের সাফল্যের পিছনে বার বার অঞ্জলির কথা উল্লেখ করেছেন সচিন। অবসরের দিনেও স্ত্রী এবং দুই সন্তান ছিলেন তাঁর পাশে।

সানিয়া পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০-তে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন। সানিয়া নিজে পশুপ্রেমী। মুম্বইয়ের মানুষদের মধ্যে পোষ্যের জনপ্রিয়তা দেখে ‘মিস্টার পজ় পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখার কাজ করা হয়। তবে এখনও পর্যন্ত বিশেষ লাভের মুখ দেখেননি।

মুম্বইয়ের হয়ে অর্জুনের ক্রিকেটজীবন শুরু হয় ২০২০-২১ সালে। হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। তার আগে মুম্বইয়ের হয়ে জুনিয়র বিভাগেও খেলেছেন। তবে সিনিয়র দলে জায়গা না মেলায় ২০২২-২৩ মরসুমে তিনি গোয়ায় চলে যান। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন অর্জুন। একটা শতরান এবং দুটো অর্ধশতরান রয়েছে। ৩৭টা উইকেটও রয়েছে।

Arjun Tendulkar Sachin Tendulkar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy