Advertisement
০৮ মে ২০২৪
Asia Cup 2022

ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই রোহিতদের আরও বড় ধাক্কা, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই বোলার

হংকংয়ের বিরুদ্ধে প্রচুর রান দিয়েছিলেন এই পেসার। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে জানা যায় তাঁর জ্বর হয়েছে। এ বার এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন তিনি।

চিন্তায় রোহিত শর্মা।

চিন্তায় রোহিত শর্মা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৫৩
Share: Save:

রবীন্দ্র জাডেজার পর এ বার ছিটকে গেলেন আবেশ খান। এশিয়া কাপে ভারতীয় দলে তাঁর জায়গায় নেওয়া হল দীপক চাহারকে। হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে ৫৩ রান দিয়েছিলেন আবেশ। এর পরে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোচ রাহুল দ্রাবিড় জানান আবেশের জ্বর হয়েছে। এ বার এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন ভারতীয় পেসার।

আবেশের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। কী ধরনের চোটের জন্য তিনি দল থেকে ছিটকে গেলেন তা এখনও স্পষ্ট নয়। আইপিএলে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন চাহার। জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফিরে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ছন্দে রয়েছেন। এ বার এশিয়া কাপের দলে নেওয়া হল তাঁকে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন তিনি।

এশিয়া কাপে সুযোগ পেয়ে নজর কাড়তে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়ে যেতে পারেন চাহার। অলরাউন্ডার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রচণ্ড কার্যকর তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সেটা প্রমাণ করেছেন চাহার।

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে আবেশকে দিয়ে মাত্র দু’ওভার বল করানো হয়েছিল। হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে ৫৩ রান দিয়েছিলেন। সে ভাবে নজর কাড়তে পারেননি এশিয়া কাপে। এ বার ছিটকে যাওয়ায় ফের কবে দলে সুযোগ পাবেন তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Avesh Khan Asia Cup 2022 Deepak Chahar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE