Advertisement
০৫ মে ২০২৪
Asia Cup 2022

সুপার ফোর-এ শ্রীলঙ্কার কাছে হেরে পয়েন্ট তালিকায় কোথায় গেল ভারত? অন্য দলগুলির অবস্থান কী?

এশিয়া কাপের সুপার ফোর-এ ভারত ও শ্রীলঙ্কা দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। পাকিস্তান ও আফগানিস্তান খেলেছে একটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় কোথায় দাঁড়িয়ে কোন দল।

পর পর দু’ম্য়াচ হেরে পয়েন্ট তালিকায় রোহিতরা কোথায়।

পর পর দু’ম্য়াচ হেরে পয়েন্ট তালিকায় রোহিতরা কোথায়। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ২৩:২২
Share: Save:

এশিয়া কাপের সুপার ফোর-এ ভারত ও শ্রীলঙ্কা দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে। অন্য দিকে পাকিস্তান ও আফগানিস্তান খেলেছে একটি করে ম্যাচ। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরে পয়েন্ট তালিকায় কে কোথায় দাঁড়িয়ে দেখে নেওয়া য়াক।

পর পর দু’ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে শ্রীলঙ্কা। প্রথমে আফগানিস্তান ও তার পর ভারতকে হারিয়েছে তারা। দু’ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ৪। তাদের নেট রানরেট +০.৩৫১। অন্য দিকে পর পর দু’ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় তিন নম্বরেই রয়েছে ভারত। দু’ম্যাচ খেলে রোহিত শর্মাদের পয়েন্ট শূন্য। নেট রানরেট -০.১২৫।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পয়েন্ট তালিকায় দু’নম্বরে রয়েছে পাকিস্তান। এক ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। বাবর আজমদের নেট রানরেট +০.১২৬। চার নম্বরে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচ খেলে তাদের পয়েন্ট শূন্য। রশিদ খানদের নেট রানরেট -০.৫৮৯।

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পরে সুপার ফোর-এ আরও তিনটি খেলা বাকি রয়েছে। ৭ সেপ্টেম্বর, বুধবার শারজায় আফগানিস্তান মুখোমুখি হবে পাকিস্তানের। পর দিন আবার নামবে আফগানিস্তান। এ বার দুবাইয়ে তারা খেলবে ভারতের বিপক্ষে। ৯ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE