গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপট অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ওপেনার উসমান খোয়াজা দ্বিশতরান করেন। শতরান করেন স্টিভ স্মিথ এবং জস ইংলিস। তাঁদের দাপটেই অস্ট্রেলিয়া ৬৫৪ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। দিনের শেষে শ্রীলঙ্কা ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
টেস্ট কেরিয়ারে প্রথম বার দ্বিশতরান করলেন খোয়াজা। প্রায় সাড়ে সাত ঘণ্টা ব্যাট করেন তিনি। ৩৫২ বল খেলে ২৩২ রান করেন খোয়াজা। ১৬টি চার এবং একটি ছক্কাও মারেন তিনি। খোয়াজাকে সাহায্য করেন স্টিভ স্মিথ (১৪১) এবং ইংলিস (১০২)।
স্মিথ ১৫তম ব্যাটার হিসাবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক পার করলেন। অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসাবে এই কীর্তি গড়লেন তিনি। ২৫১টি বল খেলেন স্মিথ। খোয়াজার সঙ্গে তিনি ২৬৬ রানের জুটি গড়েন। এটাই তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি রানের জুটি। আগেরটি ছিল ২০০ রানের। ২০০৪ সালে ক্যান্ডিতে অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেমিয়েন মার্টিন সেই রেকর্ড গড়েছিলেন।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার ওশাডা ফার্নান্ডো (৭) এবং দিমুথ করুণারত্নে (৭) ব্যর্থ হন। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজও (৭) রান করতে পারেননি। দীনেশ চন্ডিমল এবং কামিন্দু মেন্ডিস ক্রিজ়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক, ম্যাথু কুনেমান এবং নাথান লায়ন একটি করে উইকেট নেন। তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে দ্রুত আউট করাই লক্ষ্য অস্ট্রেলিয়ার।