মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গিয়েছে দল। ইনিংসের ব্যবধানে টেস্ট হেরে সিরিজ খুইয়েছেন। এই ঘটনায় মানসিক ভাবে বিধ্বস্ত ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া তাঁদের উড়িয়ে দিয়েছে। তবে সেই সঙ্গে এই পরিস্থিতি থেকে ফিরে আসারও বার্তা দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে রুট বলেন, ‘‘আমি বিধ্বস্ত। আমাদের বেশ কিছু দিন ধরে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ওরা আমাদের উড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত গোটা সিরিজে ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছে।’’