Advertisement
E-Paper

অবসর আরও এক তারকার, এক দিনের ক্রিকেট থেকে সরে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অলরাউন্ডার

এক দিনের ক্রিকেট দিয়েই অস্ট্রেলিয়ার জাতীয় দলে আত্মপ্রকাশ করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১২:১৬
cricket

২০১৫ সালে অস্ট্রেলিয়ার এক দিনের বিশ্বকাপজয়ী দল। —ফাইল চিত্র।

দু’বছর আগে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার এক দিনের বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক ছিলেন তিনি। সেই এক দিনের ক্রিকেট থেকেই অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ১৩ বছরের কেরিয়ার শেষ হল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ২০১৫ ও ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।

চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলিকে তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ২০২২ সালে একটা দুর্ঘটনায় পা ভেঙেছিল ম্যাক্সওয়েলের। তার পর থেকে মাঝেমাঝে তাঁর পায়ে সমস্যা হয়েছে। সেই সমস্যার কথাই বেইলিকে জানিয়েছিলেন ম্যাক্সওয়েল।

২০১২ সালে অস্ট্রেলিয়ার এক দিনের দলে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এক দিনের ক্রিকেটে ১৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৩৯৯০ রান। ৩৩.৮১ গড়ে রান করেছেন ম্যাক্সওয়েল। চারটি শতরান ও ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। বল হাতে ৭৭টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।

ম্যাক্সওয়েল তাঁর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে। একটা সময় মনে হচ্ছিল, আফগানিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতি থেকে পায়ে ক্র্যাম্প নিয়েও অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। একার কাঁধে দলকে জিতিয়েছিলেন। পরে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালের জয়সূচক রানও এসেছিল ম্যাক্সওয়েলের ব্যাটেই।

চলতি আইপিএলে পঞ্জাব কিংসে ছিলেন ম্যাক্সওয়েল। শুরুর দিকে কয়েকটা ম্যাচ খেলেছেন তিনি। যদিও ব্যাটে-বলে পারফরম্যান্স খুব একটা ভাল ছিল না। মরসুমের মাঝে আঙুলের চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ম্যাক্সওয়েল। তার পরেই তাঁর অবসরের খবর শোনা গেল।

Glen Maxwell australia cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy