কেন তাঁকে টি-টোয়েন্টির দলে নেওয়া হচ্ছে না তা নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনে বাবর আজ়ম ক্রিজ়ে টিকলেন মাত্র দু’টি বল। শূন্য রানে ফিরলেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে পাকিস্তানকে ৫৫ রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৪ তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সবচেয়ে বেশি রান রিজ়া হেনড্রিক্সের। ৪০ বলে ৬০ রান করেন তিনি। পাঁচটি চার এবং একটি ছয় মেরেছেন। শুরুতে টোনি ডে জর্জির ১৬ বলে ৩৩ রানের সৌজন্যে শুরুটা ভাল হয় দক্ষিণ আফ্রিকার। এ ছাড়া জর্জ লিন্ডে ২২ বলে ৩৬ এবং কুইন্টন ডি’কক ১৩ বলে ২৩ রান করেন। ফলে গোটা ইনিংস জুড়ে রানের গতি বজায় রেখেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের সফলতম বোলার ২৬ রানে ৩ উইকেট নেন। সাইম আয়ুব ৩১ রানে ২ উইকেট নেন। বাকিরা ব্যর্থ। শাহিন আফ্রিদি, নাসিম শাহেরা ওভারপ্রতি ১১ রানের বেশি দিয়েছেন।
১৯৫ তাড়া করতে নেমে প্রথম উইকেটে ৩১ রান তোলে পাকিস্তান। সাহিবজ়াদা ফারহান (২৪) ফিরতেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। বাবর দ্বিতীয় বলে রিজ়াকে ক্যাচ দিয়ে ফিরে যান। ব্যর্থ সলমন আঘা (২), হাসান নওয়াজ় (৩)। ওপেনিংয়ে সাইম (৩৭) এবং মিডল অর্ডারে মহম্মদ নওয়াজ় (৩৬) কিছুটা লড়াই করলেও পাকিস্তান কখনও জেতার মতো জায়গায় ছিল না। ১৮.১ ওভারে ১৩৯ রানেই ইনিংস শেষ তাদের। করবিন বশ ১৪ রানে ৪ উইকেট নেন। লিন্ডে ৩১ রানে ৩টি এবং লিজ়াড উইলিয়ামস ২১ রানে ২ উইকেট নেন। ম্যাচের সেরা লিন্ডে।
আরও পড়ুন:
সবচেয়ে সমালোচনার মুখে পড়েছেন বাবর। সমর্থকদের মতে, ‘শেষের দিকে চলে আসা’ বিরাট কোহলিও সেরা ফর্মে থাকা বাবরের চেয়ে ভাল খেলছেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে অবসর নিতেও বলেছেন কেউ কেউ।