ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান বাবর আজ়ম। মাত্র তিনটি বল টিকেছিলেন তিনি। তিনি ড্রেসিংরুমে ফিরতেই সমাজমাধ্যমে বিদ্রুপ শুরু করে দেন সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।
এই নিয়ে পাকিস্তানের জার্সিতে মোট ২০ বার শূন্য রানে আউট হলেন বাবর। তিনি আউট হতেই সমাজমাধ্যমে এক পাক সমর্থক লিখেছেন, ‘‘জ়িম্বাবোয়ে ছাড়া বাবরের ব্যাটে আর রান কোথায়?’’ আরও এক পাক সমর্থক লিখেছেন, ‘‘মেরুন জার্সি দেখে বাবর ভেবেছিল জ়িম্বাবোয়ের বিরুদ্ধে খেলা হচ্ছে। আরে এটা ওয়েস্ট ইন্ডিজ। এদের বিরুদ্ধে রান করতে গেলে ব্যাট করতে জানতে হয়।’’
বাবর আউট হয়েছেন জেডন সিলসের বলে। প্রথম বলটি আউটসুইং করেন সিলস। কোনও রকমে ডিফেন্ড করেন বাবর। দ্বিতীয় বল ছিল সোজা। সেটাও ডিফেন্ড করেন। তৃতীয় বলটি ইনসুইং। যা বাবরের প্যাডে লেগে অফস্টাম্পে আছড়ে পড়ে।
অথচ সিরিজ় শুরু হওয়ার আগে বাবর বলেছিলেন, ‘‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে বরাবরই পছন্দ করি। এখানে যখনই আসি, মনে হয় ব্যাট করা সহজ নয়। কারণ, এখানে পিচগুলো বোলারদের অনেকটাই সাহায্য করে।’’
বাবর শেষ বারের মতো পাকিস্তানের জার্সিতে শতরান করেছিলেন দু’বছর আগে। তাও নেপালের বিরুদ্ধে বিশ্বকাপে। তার পর থেকে বাবরের ব্যাটে আর শতরান দেখা যায়নি। পাকিস্তানও আন্তর্জাতিক ক্রিকেটে মুখ থুবড়ে পড়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাত উইকেটে ১৭১ রান ছিল পাকিস্তানের। তারপর থেকে বৃষ্টি নেমে যায়। বৃষ্টি থামার পরে ৩৫ ওভারে ১৮১ রানের লক্ষ্য দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে দুই উইকেটে তাদের রান ৪১।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)