শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজ়ে হারের পর প্রথম এক দিনের ম্যাচেও ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিতে হয়েছে মেহদি হাসান মিরাজদের। বাংলাদেশ শিবিরের চাপ বাড়ালেন কোচ ফিল সিমন্স। সিরিজ়ের মাঝে দল ফেলে চলে যাচ্ছেন বাংলাদেশের কোচ।
চাপে থাকা বাংলাদেশ শনিবার আবার মাঠে নামবে। দ্বিতীয় এক দিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। তবে এই ম্যাচে কোচ সিমন্সের প্রয়োজনীয় পরামর্শ পাবেন না বাংলাদেশের ক্রিকেটারেরা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, চিকিৎসার প্রয়োজনে কয়েক দিনের জন্য ব্রিটেন যাচ্ছেন সিমন্স। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, সিমন্সের ব্রিটেনে যাওয়ার সূচি আগে থেকেই ঠিক ছিল। গত ফেব্রুয়ারিতে চিকিৎসককে দেখানোর কথা ছিল কোচের। সে সময় চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় যেতে পারেননি। এ বার ডাক্তারকে দেখানোর দিন পরিবর্তন করা সম্ভব হয়নি।
সিরিজ়ের আগেই সিমন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। চিকিৎসকের কাছ থেকে নতুন দিন না পাওয়ায় সিরিজ়ের মাঝেই যেতে হচ্ছে সিমন্সকে। ফলে শনিবার দ্বিতীয় এক দিনের ম্যাচে তিনি থাকবেন না বাংলাদেশের সাজঘরে।
আগামী ৭ জুলাই আবার শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন কোচ। পরের দিন ৮ জুলাই শ্রীলঙ্কা-বাংলাদেশ তৃতীয় এক দিনের ম্যাচে মুখোমুখি হবে। এক দিনের সিরিজ়ের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে দু’দেশ।