ভারতের পথে কি এ বার হাঁটতে চলেছে বাংলাদেশও? জানা গিয়েছে, আগামিদিনে দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার তথা অধিনায়ক মাশরফি মোর্তাজাকে দলের মেন্টর করে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের মাঝেই বোর্ডের সঙ্গে মোর্তাজার আলোচনা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতীয় দলের মেন্টর করে আনা হয়েছিল। যদিও বিশ্বকাপের পর তাঁকে আর দায়িত্বে রাখা হয়নি। তবে মোর্তাজাকে পাকাপাকি ভাবে রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে।