আগেই পরিবর্তন করা হয়েছে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। এ বার নির্মীয়মাণ শেখ হাসিনা স্টেডিয়ামের নামও বদলে দেওয়া হল। পূর্বাচলের নতুন এই স্টেডিয়ামের নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তা ইফতেখার আহমেদ স্টেডিয়াম নাম বদলের কথা জানিয়েছেন।
গত অগস্ট মাসে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকে থমকে রয়েছে এই নতুন স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া। নতুন ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গেই থাকবে বিলাসবহুল হোটেল, সুইমিং পুল, জিম, মিডিয়া সেন্টার। নতুন এই স্টেডিয়ামের নাম পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। নতুন স্টেডিয়ামের নকশা বদলের কথাও জানিয়েছিলেন। বিসিবির দায়িত্ব নেওয়ার পর স্টেডিয়ামের দরপত্রও বাতিল করেন ফারুক।
নতুন স্টেডিয়াম তৈরির জন্য হাসিনা সরকার অল্প দামে সাড়ে ৩৭ একর জমি দিয়েছিল বিসিবিকে। সেই জমিতে অত্যাধুনিক পূর্ণাঙ্গ ক্রিকেট পরিকাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন বিসিবির তৎকালীন কর্তারা। জানানো হয়েছিল নতুন স্টেডিয়ামের নামকরণ হবে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার নামে। কিন্তু তৎকালীন সরকারের পতনের পর নতুন স্টেডিয়াম থেকে হাসিনার নামও মুছে দেওয়া হল।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামবদলে করা হয় জাতীয় স্টেডিয়াম।সেই সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার।এ বার বিসিবিই প্রস্তাবিত নতুন স্টেডিয়ামের নাম বদলে দিল। আগে ঠিক ছিল স্টেডিয়ামটি আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে গড়ে তোলা হবে।