Advertisement
E-Paper

ভারতীয় দলে ঢোকার লড়াইয়ে ধাক্কা সরফরাজ়ের, জোড়া শতরানের ‘খেসারত’ দিতে হল ব্যাটারকে

দলীপ ট্রফির সেমিফাইনালে নামার আগে ধাক্কা খেলেন সরফরাজ় খান। প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন তিনি। শতরানের ‘খেসারত’ দিতে হয়েছে সরফরাজ়কে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ২১:১১
cricket

সরফরাজ় খান। —ফাইল চিত্র।

ওজন কমিয়েছেন। ফর্মেও ছিলেন। আবার ভারতের টেস্ট দলে ঢোকার দৌড়ে এগোচ্ছিলেন সরফরাজ় খান। তার জন্য দলীপ ট্রফিতে নজর ছিল ব্যাটারের। কিন্তু দলীপ ট্রফির সেমিফাইনালে নামার আগে ধাক্কা খেলেন সরফরাজ়। প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছেন তিনি। জোড়া শতরানের ‘খেসারত’ দিতে হয়েছে সরফরাজ়কে।

জানা গিয়েছে, চোটের কারণে দলীপ থেকে ছিটকে গিয়েছেন সরফরাজ়। তাঁর পেশিতে চোট লেগেছে। কয়েক দিন আগেই বুচি বাবু প্রতিযোগিতায় পর পর দু’টি শতরান করেন সরফরাজ়। তখনই পেশিতে টান লেগেছিল তাঁর। কিন্তু সেই টান উপেক্ষা করে খেলেন তিনি। তাতে চোট আরও বেড়েছে। তারই খেসারত দিতে হচ্ছে ডানহাতি মিডল অর্ডার ব্যাটারকে।

‘টাইমস অফ ইন্ডিয়া’ একটি রিপোর্টে সরফরাজ়ের চোটের কথা জানিয়েছে। সেখানে এক সূত্র জানিয়েছে, পাঁচ দিন আগে বুচি বাবুতে হরিয়ানার বিরুদ্ধে শতরানের ইনিংস খেলার সময় পেশিতে চোট পান সরফরাজ়। যা পরিস্থিতি তাতে তাঁকে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আপাতত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স-এ রয়েছেন সরফরাজ়। সেখানেই চিকিৎসকেরা তাঁর উপর নজর রাখবেন।

চলতি বছর ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা হয়নি সরফরাজ়ের। জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজের ফিটনেস নিয়ে অনেক খেটেছেন তিনি। ওজন কমিয়েছেন। তার ফলও পাচ্ছেন। বুচি বাবু প্রতিযোগিতায় হরিয়ানার বিরুদ্ধে ১১১ বলে ১১১ ও টিএনসিএ-র বিরুদ্ধে ১১৪ বলে ১৩৮ রান করেন। ভারতীয় দলের মিডল অর্ডারে এখনও জায়গা রয়েছে। দলীপে ভাল খেললে ২ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে জায়গা পাওয়ার সুযোগ ছিল তাঁর। কিন্তু সেই সুযোগ হারালেন সরফরাজ়।

ইংল্যান্ড সিরিজ়ে ভারতের মিডল অর্ডারে করুণ নায়ার রান করতে পারেননি। তিন নম্বরে সাই সুদর্শনও ব্যর্থ হয়েছেন। অর্থাৎ, এখনও দু’জনের জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিলেন সরফরাজ়। কিন্তু চোট পাওয়ায় দলীপে খেলতে পারবেন না তিনি। সেখানে মিডল অর্ডারের দৌড়ে থাকা ক্রিকেটারেরা রান করলে আবার পিছিয়ে পড়বেন সরফরাজ়। এখন দেখার চোটে বাদ পড়ার প্রভাব সরফরাজ়ের কেরিয়ারে কতটা পড়ে।

Sarfaraz Khan Duleep Trophy India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy