ভারতীয় দলের স্পনসর হওয়ার জন্য দরপত্র চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারা আবেদন করতে পারবে, তা নিয়ে একগুচ্ছ বিধি-নিষেধ আরোপ করেছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া মঙ্গলবার যে বিজ্ঞপ্তি জারি করেছেন, তাতে ১০ ধরনের সংস্থা শুভমন গিল-জসপ্রীত বুমরাহদের ভারতীয় দলের স্পনসর হতে পারবে না।
যে ১০ ধরনের সংস্থা কোনও ভাবেই ভারতীয় দলের স্পনসর হতে পারবে না—
এক, ভারতে বা বিশ্বের কোথাও অনলাইন গেমিং, বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত সংস্থা।
দুই, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ক্রিপ্টো ট্রেডিং বা ক্রিপ্টো এক্সচেঞ্জ বা ক্রিপ্টো টোকেন বা ক্রিপ্টো কারেন্সি বা ওই ধরনের কোনও ব্যবসায় জড়িত সংস্থা।
তিন, মদ প্রস্তুতকারী সংস্থা।
চার, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা।
পাঁচ, পর্নোগ্রাফি প্রস্তুতকারী সংস্থা।
ছয়, ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা।
সাত, ব্যাঙ্ক ও আর্থিক পরিষেবা দেওয়া সংস্থা এবং নন-ব্যাঙ্কিং আর্থিক পরিষেবা দেওয়া সংস্থা।
আট, অ্যালকোহলহীন ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা।
নয়, পাখা, মিক্সার গ্রাইন্ডার এবং তালা প্রস্তুতকারক সংস্থা।
দশ, বীমা সংস্থা।
ছয় থেকে দশ নম্বর তালিকাভুক্ত সংস্থাগুলিকে বাদ দেওয়া হয়েছে কারণ, এই ধরনের কোনও না কোনও সংস্থা ইতিমধ্যেই কোনও না কোনও ভাবে ভারতীয় বোর্ড স্পনসর।
ভারতীয় দলের প্রধান স্পনসর হতে আগ্রহী সংস্থাগুলির কাছ থেকে বোর্ড মঙ্গলবার দরপত্র আহ্বান করেছে। তাতে বলা হয়েছে, আগ্রহী ভারতীয় সংস্থাগুলিকে আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে অফেরতযোগ্য ৫ লাখ টাকা দিয়ে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। জিএসটি (৯০ হাজার টাকা) আলাদা। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। বিদেশি সংস্থাগুলিকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে ৫৬৭৫ ডলারের (প্রায় ৫ লাখ ২৫০ টাকা) বিনিময়ে। জানানো হয়েছে, আবেদন পত্র বাতিল করার সম্পূর্ণ অধিকার থাকবে বিসিসিআইয়ের।
আগ্রহী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু প্রাথমিক শর্তও দেওয়া হয়েছে। যেমন,শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার বার্ষিক আয় গড়ে অন্তত ৩০০ কোটি টাকা হতে হবে অথবা শেষ তিন আর্থিক বছরে সংশ্লিষ্ট সংস্থার মোট সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা হতে হবে।