আইপিএলে দলগুলির অনুশীলনের সময় বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যত ক্ষণ খুশি অনুশীলন করতে পারবে না কোনও দল। মাঠগুলির পিচ যাতে পুরো আইপিএলে তরতাজা থাকে সেই কারণেই এমন সিদ্ধান্ত বিসিসিআইয়ের।
বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল শুরুর আগে মূল পিচে সাতটি সেশন অনুশীলন করতে পারে তারা। সেই সেশন তিন ঘণ্টাৎ বেশি নয়। যদি কোনও দল অনুশীলন ম্যাচ খেলতে চায়, সেটাও ওই সাতটি সেশনের মধ্যেই করতে হবে। দু’টির বেশি অনুশীলন ম্যাচ খেলতে পারবে না কোনও দল। যত খুশি ওপেন নেট অনুশীলনও করতে পারবে না আইপিএলের দলগুলি।
ক্রিকবাজ়কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, “ফ্লাডলাইটে মোট সাতটি অনুশীলন করতে পারবে দলগুলো। তিন ঘণ্টার বেশি অনুশীলন করতে পারবে না তারা। এই সাতটি সেশনের মধ্যে সর্বোচ্চ দুটো অনুশীলন ম্যাচ খেলতে পারে দলগুলো। অনুশীলন ম্যাচের বদলে ওপেন নেট অনুশীলনও করতে পারে তারা। তবে সেটা দুটোর বেশি নয়।”
আরও পড়ুন:
ম্যাচের জন্য পিচ তরতাজা রাখছে চায় বোর্ড। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতিমধ্যেই যে ১৩টি মাঠে আইপিএলের ম্যাচ হবে, সেগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কোনও রকম ক্লাব বা বেসরকারি লিগের ম্যাচ না আয়োজন না করতে। অনুশীলন ম্যাচগুলিও মূল পিচে আয়োজন করা যাবে না। পাশের পিচে আয়োজন করতে হবে।