এক দিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা চলছে ক্রিকেটমহলে। অস্ট্রেলিয়া সিরিজ়ের পর দু’জনেই সরে যেতে পারেন, এমন একটা আলোচনা চলছে। তবে ভারতীয় বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুই ক্রিকেটার নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করবেন। বোর্ড এর মধ্যে নাক গলাবে না।
অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে এক দিনের সিরিজ় রয়েছে। বোর্ডের অন্দরে অনেকেই ভাবছেন, ওই সিরিজ়ের প্রস্তুতি হিসাবে ভারত ‘এ’ দলের হয়ে খেলতে পারেন রোহিত, কোহলি। অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে তিনটে এক দিনের ম্যাচ রয়েছে। সেই সময়ে ভারতের টেস্ট দল ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ় খেলবে। তাই রোহিত, কোহলিও নিজেদের মতো করে প্রস্তুতি নিতে পারবেন।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “রোহিত, কোহলির মনের মধ্যে কিছু থাকলে ঠিক বিসিসিআই কর্তাদের বলে দেবে। ইংল্যান্ড সিরিজ়ের আগে তেমনটাই করেছিল। তবে ভারতীয় দলের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায়, এখন শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার প্রস্তুতি নিয়ে ভাবনাচিন্তা চলছে। এশিয়া কাপে সেরা দল পাঠানোর কথা ভাবা হচ্ছে। সকলে যাতে ফিট থাকে সেটা দেখাই বোর্ডের প্রধান কাজ।”
ওই কর্তা জানিয়েছেন, বোর্ড কখনওই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। রোহিত, কোহলির ক্ষেত্রেও সেটা করা হবে না। তাঁরা নিজেরা যদি ‘এ’ দলের হয়ে খেলতে চান তা হলে সেই ব্যবস্থা করে দেওয়া হবে।
কোহলি ইতিমধ্যেই লন্ডনে প্রস্তুতি শুরু করেছেন। রোহিত লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন। এখন দেশে ফিরেছেন। কয়েক দিনের মধ্যে তিনিও মাঠে নেমে পড়তে পারেন।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমে বলা হচ্ছে, রোহিত, কোহলি না কি বিজয় হজারে ট্রফিতে খেলতে পারেন। তবে বোর্ডকর্তার যুক্তি, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় রয়েছে। সেখানে কেন দুই ক্রিকেটার খেলবেন না? তিনি বলেছেন, “বিজয় হজারে ট্রফিতে ওরা খেলতে চাইলেও তার আগে ছ’টা এক দিনের ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের মাঝে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সিরিজ রয়েছে ভারত ‘এ’ দলের সঙ্গে। ‘এ’ ম্যাচগুলোতে ওরা খেলতে চায় কি না সেটাই প্রশ্ন। অজিত আগরকরের নির্বাচকমণ্ডলী খেলতে দেয় কি না সেটাও প্রশ্ন। তা ছাড়া বিজয় হজারের শেষ দিকে নিউ জ়িল্যান্ড সিরিজ় রয়েছে। ফলে বিজয় হজারেতে দু’-তিনটে বেশি ম্যাচ ওরা খেলতে পারবে না।”
সব মিলিয়ে, রোহিত, কোহলিকে নিয়ে প্রশ্ন ক্রমশই বাড়ছে। এখন দেখার তাঁরা কবে সিদ্ধান্ত নেন।