টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে আসবে কি না, তা নিয়ে জল্পনা এখনও চলছে। আইসিসি-কে দ্বিতীয় বার চিঠি পাঠিয়ে ভারতে না আসার ব্যাপারে জানিয়েছে বাংলাদেশ। তার মধ্যেই আবার মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া।
শুক্রবার মুম্বইয়ে বোর্ডের একটি বৈঠক ছিল। তার শেষে শইকীয়া বলেছেন, “এই বৈঠক ছিল বোর্ডের উৎকর্ষ কেন্দ্র (সিওই) এবং অন্যান্য ক্রিকেটীয় ব্যাপারে। ওই বিষয়ে আমরা মন্তব্য করতে পারব না। ওটা নিয়ে আইসিসি-ই সিদ্ধান্ত নেবে।” উল্লেখ্য, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই, এই ঘোষণা প্রথম করেছিলেন শইকীয়াই। তার মন্তব্যের পর থেকেই যে বিতর্ক শুরু হয়েছে, তা এখনও থামেনি।
মুম্বইয়ে বোর্ডের বৈঠকে ভবিষ্যতে সিওই কী ভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দল এবং ভারত এ দলের সফর আরও বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সিওই গত বছর এপ্রিলে চালু হলেও অনেক পদ ফাঁকা পড়েছিল। সেগুলি ভরাট করা নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
শইকীয়া বলেছেন, “কিছু কিছু সময়ে ভারতের মূল দল এবং এ দলের সফর একই সময়ে থাকে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে যাতে একসঙ্গে খেলা না পড়ে। কারণ এ দল থেকেই মূল দলে ক্রিকেটারদের নেওয়া হয়।” বোর্ডসচিবের প্রতিশ্রুতি, আগামী দিনে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচও যথেষ্ট সংখ্যায় বাড়ানো হবে।