Advertisement
E-Paper

কাজে এল না ঈশ্বরণের ৬৬ বলে ১৩০, অভিষেকের তাণ্ডবে পঞ্জাবের কাছে ১১২ রানে হার বাংলার

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম দু’টি ম্যাচে জেতার পর হারতে হল বাংলাকে। অভিষেক শর্মার পঞ্জাবের কাছে ১১২ রানে হেরে গেলেন অভিমন্যু ঈশ্বরণেরা। ব্যাটিং ভরাডুবির মূল্য দিল বাংলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৬:০৭
picture of Abhimanyu Easwaran

অভিমন্যু ঈশ্বরণ। —ফাইল চিত্র।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্যাচে পঞ্জাবের কাছে ১১২ রানে হেরে গেল বাংলা। কাজে এল না অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ৬৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংস। জঘন্য ব্যাটিং-বোলিংয়ের মাশুল দিল বাংলা। প্রথমে ব্যাট করে পঞ্জাব করে ৫ উইকেটে ৩১০। জবাবে বাংলার ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৯৮ রানে।

পঞ্জাবের জয়ে মুখ্য ভূমিকা নিলেন অধিনায়ক অভিষেক শর্মা। ৫২ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংসের সুবাদেই ৩০০ পেরিয়ে যায় পঞ্জাবের ইনিংস। তাঁর ইনিংসে রয়েছে ৮টি চার এবং ১৬টি ছক্কা। ভারতীয় দলের দুই বোলার মহম্মদ শামি, আকাশ দীপদের বল মাঠের বাইরে পাঠিয়েছেন অনায়াসে। রেয়াত করেননি সক্ষম চৌধুরী, শাহবাজ় আহমেদ, ঋত্বিক চট্টোপাধ্যায়, করণ লালদের মতো বাংলার অন্য বোলারদেরও। এ দিন অভিষেক ৩২ বলে শতরান পূর্ণ করেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয়দের মধ্যে চতুর্থ দ্রুততম। ১২ বলে পূর্ণ করেন অর্ধশতরান।

অভিষেক ছাড়াও ভাল ব্যাট করেছেন পঞ্জাবের অপর ওপেনার প্রভশিমরন সিংহ। তিনি ৮টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে করেন ৩৫ বলে ৭০ রান। প্রথম উইকেটের জুটিতে ১২.৩ ওভারে পঞ্জাব করে ২০৫ রান। এ ছাড়া রমনদীপ সিংহ করেন ১৫ বলে ৩৯। ২টি চার এবং ৪টি ছয় মেরেছেন তিনি। সনভীর সিংহ করেন ৯ বলে ২২। ২টি করে চার এবং ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

বাংলার কোনও বোলারই নিজের সুমান অনুযায়ী বল করতে পারেননি। শামি ৪ ওভারে ৬১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। আকাশ ৪ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। সক্ষমের ২ ওভারে ৩৫ রানে ১ উইকেট। ঋত্বিক ৪ ওভারে খরচ করেছেন ৬৭ রান। ১ ওভারে ২১ রান দিয়েছেন করণ। ২ ওভারে ২৭ রান দিয়েছেন শাহবাজ়। ৩ ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট প্রদীপ্ত প্রামাণিকের।

জয়ের জন্য ৩১১ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই চাপে ছিল বাংলা। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে পড়ে বাংলা। অধিনায়ক ঈশ্বরণ ছাড়া কোনও ব্যাটার ২২ গজে দাঁড়াতেই পারেননি। পর পর আউট হয়েছেন অভিষেক পোড়েল (৬), করণ (১), শাহবাজ় (০), সুদীপ কুমার ঘরামি (৪), হাবিব গান্ধী (১), ঋত্বিক (১), সক্ষম (২), প্রদীপ্তেরা (৯)। তিন নম্বরে নেমে ২২ গজের অন্য প্রান্ত একা আগলে রেখেছিলেন ঈশ্বরণ। কিন্তু কোনও সতীর্থের থেকেই প্রয়োজনীয় সহযোগিতা পাননি। ঈশ্বরণের ১৩০ বলের অপরাজিত ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ৮টি ছক্কা। শেষ দিকে আকাশ অবশ্য অবিশ্বাস্য ব্যাটিং করেন। ৭ বলে ৩১ রান করেন পাঁচটি ছয়ের সাহায্যে। ততক্ষণে অবশ্য বাংলার পরাজয় নিশ্চিত হয়েছিল। শেষে ঈশ্বরণের সঙ্গে অপরাজিত ছিলেন শামি (৬)।

পঞ্জাবের সফলতম বোলার হরপ্রীত ব্রার ২৩ রানে ৪ উইকেট নেন। ১৯ রানে ২ উইকেট নেহাল ওয়াধেরার। ৪০ রানে ২ উইকেট গুরনুর ব্রারের। ৫০ রানে ১ উইকেট নিয়েছেন অভিষেক। পঞ্জাবের হয়ে বোলিং আক্রমণ শুরু করেন তিনিই।

Syed Mushtaq Ali Trophy bengal Punjab Abhimanyu Easwaran Abhishek Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy