E-Paper

উত্তরাখণ্ডের বিরুদ্ধে দাপটে জয় বাংলার

ঈশান পোড়েল ও শাহবাজ় আহমেদ দু’টি উইকেট নেন। ব‌্যাটে অভিষেক পোড়েল (৫৭), অভিমন্যু ঈশ্বরন (৪৮)-রা ছাপ রেখে যান। ২৫ রানে অপরাজিত থাকেন শাকির হাবিব এবং ২৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সুদীপ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ০৭:৩০
An image of Bat

—প্রতীকী চিত্র।

শেষ ম‌্যাচে বিদর্ভের বিরুদ্ধে হারতে হয়েছিল ৭ উইকেটে। কিন্তু সোমবার নবমীর রাতে বাংলার মানুষের মুখে হাসি ফোটালেন সুদীপ কুমার ঘরামিরা। মোহালিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে দাপটের সঙ্গে জয় তুলে নিল বাংলা। যুবরাজ চৌধুরীর ৩৭ রানের ভিত্তিতে প্রথমে ব‌্যাট করে উত্তরাখণ্ড তোলে ১৬১-৭। ঈশান পোড়েল ও শাহবাজ় আহমেদ দু’টি উইকেট নেন। ব‌্যাটে অভিষেক পোড়েল (৫৭), অভিমন‌্যু ঈশ্বরন (৪৮)-রা ছাপ রেখে যান। ২৫ রানে অপরাজিত থাকেন শাকির হাবিব এবং ২৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক সুদীপ।

এই জয়ের ফলে ৫ ম‌্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রইল বাংলা দল। প্রথম স্থানে রয়েছে ৪ ম‌্যাচের প্রতিটিতেই জয় পাওয়া বিদর্ভ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

bengal cricket Cricket Mohali T20 Cricket

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy