ভারত সফরে এসে ক্রিকেটে মজেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। কয়েক দিন আগে পুণেতে ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে দেখা করেন তিনি। এ বার ব্যাট হাতে নেমে পড়লেন মাঠে। রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার রিয়ান পরাগ এবং তুষার দেশপান্ডের সঙ্গে খেলেছেন তিনি।
রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। তাতে শিরানকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। রাজস্থানের একটি বিশেষ জার্সি পরে খেলেছেন ব্রিটিশ গায়ক। রাজস্থানের প্রাক্তন অধিনায়ক শেন ওয়ার্নের ২৩ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। রাজস্থানের দুই ক্রিকেটার রিয়ান এবং তুষারকে ছাড়াও বেশ কয়েক জন শিক্ষানবিশ ক্রিকেটারকে দেখা গিয়েছে। রিয়ান বেশ কয়েকটি বল করেন শিরানকে। পপ তারকা কয়েকটি বড় শটও মেরেছেন। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ জার্সি এবং ব্যাট উপহার দিয়েছেন শিরানকে।
আরও পড়ুন:
ভারত সফরে এসে পুণে, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে অনুষ্ঠান করেছেন শিরান। শিলং এবং দিল্লিতে আরও দু’টি অনুষ্ঠান রয়েছেন তাঁর। শিলং যাওয়ার পথে জিয়াগঞ্জে গায়ক অরিজিৎ সিংহের বাড়িতেও যান তিনি। সেখানেই গায়কের স্কুটিতে চেপে সারা জিয়াগঞ্জ ঘুরে বেড়ান সোমবার বিকালে শিরানকে নিয়ে গঙ্গায় নৌকাবিহার করেন অরিজিৎ। জিয়াগঞ্জের রাস্তার ধারে দাঁড়িয়ে লস্যিও খান পপ তারকা।