মঙ্গলবার আইপিএলের নিলাম জুড়ে আলোচনায় তিনি। কারণ, তাঁকে রেকর্ড ২৫ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। আর বুধবার ব্যাট হাতে ব্যর্থ হলেন ক্যামেরন গ্রিন।
অ্যাশেজ়ে বুধবার মাত্র ২ বল স্থায়ী হল অস্ট্রেলিয়ার গ্রিনের ইনিংস। কোনও রান করতে পারেননি তিনি। জফ্রা আর্চারের বলে শূন্য রানে আউট হন তিনি। লেগের দিকে একটি শট খেলতে গিয়ে মিড উইকেটে ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
অ্যাডিলেডে অ্যাশেজ়ের তৃতীয় টেস্টে বুধবার অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিং নেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ৫ উইকেটে ১৯৪ রান তুলেছে। চা বিরতির পর খেলা চলছে। মধ্যাহ্নভোজের বিরতির আগে অস্ট্রেলিয়ার ২ উইকেট পড়ে যায়। পর পর দু’ওভারে আউট হন জেক ওয়েদারাল্ড (১৮) ও ট্রেভিস হেড (১০)। আর্চার ও কার্স উইকেট নেন। বিরতির পর প্রথম ওভারেই আর্চার তুলে নেন মার্নাস লাবুসেন (১৯) ও গ্রিনের উইকেট। ভাল খেলছিলেন উসমান খোয়াজা। তিনিও চা বিরতির আগে আউট হন। ৮২ রান করেছেন তিনি।
আইপিএলের নিলামে গ্রিনের জন্য ঝাঁপিয়েছিল রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসও। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করে কলকাতা। মূলত রাসেলের পরিবর্ত হিসাবই গ্রিনকে দলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন কেকেআর কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রাজস্থান, চেন্নাই ছাড়াও আইপিএলের একাধিক দলের নজর ছিল অজি আলরাউন্ডারের দিকে। শেষ পর্যন্ত নিজেদের লক্ষ্যে সফল শাহরুখ খানের দল। গ্রিনের নাম বলার পর সবচেয়ে আগে হাত তোলে মুম্বই ইন্ডিয়ান্স। যদিও ২ কোটি ৬০ লক্ষ টাকার পর মুম্বই সরে যায়। তার পর আসরে নামে কেকেআর। রাজস্থান রয়্যালসের সঙ্গে তাদের লড়াই চলছিল। চড়চড় করে দাম বাড়ছিল গ্রিনের। কেউ কাউকে ছাড়ছিল না। কিন্তু ১৩ কোটি ২০ লক্ষ টাকা দাম ওঠার পর রাজস্থানও সরে যায়। তখন আসরে নামে চেন্নাই।
বাকি লড়াই কলকাতা ও চেন্নাইয়ের। ২০২৩ সালের নিলামে ১৭ কোটি ৫০ লক্ষ টাকায় গ্রিনকে কিনেছিল মুম্বই। সেই টাকাতেই ২০২৪ সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেই টাকাও এ বার ছাপিয়ে গেল। ২০ কোটি পেরিয়ে যাওয়ার পর বোঝা যাচ্ছিল, বড় অঙ্ক পেতে চলেছেন গ্রিন। অবশেষে কেকেআর ২৫ কোটি ২০ লক্ষ টাকা বিড করার পর চেন্নাই থেমে যায়। গ্রিনকে কেনে কেকেআর।
আইপিএলের নিলামের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রেকর্ড দাম পেলেন গ্রিন। এর আগে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনেছিল কেকেআর। সেটাই ছিল এত দিন নিলামে কোনও বিদেশির পাওয়া সর্বোচ্চ দাম। স্টার্ককে ছাপিয়ে গেলেন গ্রিন। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল কেকেআর।