নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন রোহিত শর্মাকে রিভিউ নেওয়ার অনুমতি দিলেন আম্পায়ার? তবে কি মুম্বই ইন্ডিয়ান্সকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে? আইপিএলে মুম্বই বনাম রাজস্থান ম্যাচের পর থেকে শুরু হয়েছে বিতর্ক।
কী হয়েছিল ম্যাচে?
রাজস্থানের বিরুদ্ধে ব্যাট করার সময় ফজলহক ফারুকির একটি বল রোহিতের প্যাডে গিয়ে লাগে। রাজস্থানের বোলার ও ফিল্ডারেরা আবেদন করলে আম্পায়ার আউট দেন। খালি চোখে দেখে মনে হচ্ছিল, বল উইকেটে গিয়ে লাগছে। তার পরেও রায়ান রিকেলটনের সঙ্গে কথা বলেন রোহিত। তার পরে রিভিউ নেন তিনি। তাতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পড়েছে। পুরো বল বাইরে ছিল না। তবে বলের ৫০ শতাংশের একটু বেশি লেগ স্টাম্পের বাইরে ছিল। ফলে রোহিত বেঁচে যান। সেই সময় ৭ রানে ব্যাট করছিলেন রোহিত। শেষ পর্যন্ত তিনি ৫৩ রান করেন। সেই সময় রোহিত আউট হয়ে গেলে সমস্যায় পড়ত মুম্বই।
কী নিয়ে বিতর্ক?
আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেওয়ার জন্য ১৫ সেকেন্ড সময় দেওয়া হয়। তার মধ্যেই আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। রোহিত যখন রিভিউয়ের ইশারা করেন তত ক্ষণে ১৫ সেকেন্ড পেরিয়ে গিয়েছে। তার পরেও আম্পায়ার রিভিউ নেওয়ার অনুমতি দেন। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে, তবে কি রোহিত ও মুম্বই বলেই এই বাড়তি সুবিধা দেওয়া হল? নইলে ১৫ সেকেন্ডের পরেও কেন আম্পায়ার রিভিউ নেওয়ার অনুমতি দিলেন?
কী বলছে নিয়ম?
আইসিসির নিয়ম, ১৫ সেকেন্ডের মধ্যে আম্পায়ারকে বোঝাতে হবে যে ব্যাটার বা বোলিং দলের অধিনায়ক রিভিউ নিতে চান কি না। সেটা তিনি মুখে বা ইশারাতেও প্রথমে বোঝাতে পারেন। তবে হাতের ইশারায় তা দেখাতেই হবে। রোহিতের ঘটনাটি ভাল করে দেখলে বোঝা যাবে, ১৫ সেকেন্ড হওয়ার আগে রোহিত মনস্থির করে নিয়েছিলেন যে তিনি রিভিউ নেবেন। তিনি হাতের ইশারা করতে শুরু করেছিলেন। কিন্তু যখন তিনি পুরো ইশারা করেন তত ক্ষণে ১৫ সেকেন্ড পেরিয়ে গিয়েছে। আম্পায়ার বুঝতে পেরেছিলেন, রোহিত রিভিউ নিতে চলেছেন। সেই কারণেই রোহিতকে রিভিউ নিতে দিয়েছেন তিনি। অনেক সময় একেবারে শেষ মুহূর্তে রিভিউয়ের ইশারা হয়। সে ক্ষেত্রে রিভিউ নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত মাঠের আম্পায়ার নেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। এ ক্ষেত্রে তাই রোহিত বা মুম্বইকে কোনও ভাবে দায়ী করা যায় না।
আরও পড়ুন:
রিভিউয়ের সময় বাদে আরও একটি প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। তাঁদের মতে, আম্পায়ার যখন আউট দিয়েছেন ও বল যখন প্রায় ৫০-৫০ পিচের মধ্যে পড়েছে তা হলে কেন সেটা ‘আম্পায়ার্স কল’ হিসাবে ধরা হল না। এই যুক্তিরও কোনও বাস্তবতা নেই। কারণ, ক্রিকেটের নিয়মে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বলের ৫০ শতাংশের এক চুলও যদি লেগ স্টাম্পের বাইরে পড়ে তা হলেও সেই বলে কোনও ভাবেই এলবিডব্লিউ হবে না। এক মাত্র যদি আম্পায়ার আউট দেন ও বলের ৫০ শতাংশের বেশি পিচের ভিতরে থাকে তখনই তাকে আম্পায়ার্স কল বলা হবে। রোহিতের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি লেগ স্টাম্পের বাইরে পড়েছিল। তাই সে ক্ষেত্রে আম্পায়ার্স কলের নিয়ম কার্যকর নয়। অর্থাৎ, রোহিত আউট ছিলেন না। একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় আম্পায়ার।