ডব্লুপিএলে শুক্রবার সহজ জয় পেল দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ানসের ব্যাটরদের আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ দেয়নি দিল্লির বোলাররা। ফলে নির্ধারিত ২০ ওভারে ১২৩-৯ স্কোরেই আটকে যান হরমনপ্রীত কউররা। বোলারদের মধ্যে সবচেয়ে সফল জেস জোনাসেন। শুধু ২৫ রানে তিন উইকেট নেওয়াই নয় তিনি ছন্দে থাকা ন্যাট সাইভার ব্রান্ট, অধিনায়ক হরমনপ্রীত ও জি কমলিনীর উইকেট তুলে নিয়ে মোক্ষম ধাক্কা দেন মুম্বইকে।
ব্যাট করতে নেমে দিল্লি শুরুটা ভালই করেছিল। কিন্তু দ্রুতই তারা দুই ওপেনার যস্তিকা ভাটিয়া (১১) ও হেইলি ম্যাথেউজ (২২)-কে হারায়। তৃতীয় উইকেটে ব্রান্ট ও হরমনপ্রীতের মধ্যে ৩৮ রানের জুটি হয়। কিন্তু এর পরেই হরমনপ্রীতকে ১১ নম্বর ওভারে ফেরান জোনাসেন। ১৪তম ওভারে ব্রান্ট ফেরেন সহজ ক্যাচ দিয়ে। একের পর এক উইকেট পড়তে থাকে এর পরে। ফলে ১২৩ রানেও গুটিয়ে যায় মুম্বইয়ের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দিল্লির দুই ওপেনার শেফালি বর্মা (২৮ বলে ৪৩) ও অধিনায়ক মেগ ল্যানিং। ৯.৫ ওভারে ৮৫ রান ওঠার পরে শেফালিকে ফেরান আমনজ্যোৎ কউর। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ চলে এসেছে দিল্লি ক্যাপিটালসের হাতে। শেষ পর্যন্ত ১৪.৩ ওভারে ১২৪-১ তুলে ৯ উইকেটে জেতে দিল্লি। ৪৯ বলে ৬০ রানে অপরাজিত থাকেন ল্যানিং। পাশাপাশি ১০ বলে অপরাজিত ১৫ রান করেন জেমাইমা। এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল দিল্লি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)