ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ়ে ব্যাট হাতে নামতে দেখা যাবে না রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। টেস্ট থেকে অবসর নিয়েছেন তাঁরা। এ বার ভারতীয় দলে বেশ কয়েক জন নতুন ক্রিকেটার। তাতেও চিন্তা কমছে না বেন স্টোকসের। দুই ক্রিকেটারকে ভয় পাচ্ছেন ইংরেজ অধিনায়ক।
শুক্রবার হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। তার আগে সাংবাদিক বৈঠকে নিজের চিন্তার কথা জানিয়েছেন স্টোকস। তাঁর মতে, রোহিত ও কোহলি না থাকলেও লড়াই সহজ হবে না। স্টোকস বলেন, “রোহিত, কোহলি, অশ্বিনকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। ওরা নেই। তার মানে এই নয় যে যারা আছে তারা কিছু কম। ওদের বিরুদ্ধেও ব্যাট বা বল করা সহজ হবে না। ওরাও বড় নাম। দেশের হয়ে ভাল ক্রিকেট খেলেছে।”
বিশেষ করে দু’জনের নাম করেছেন স্টোকস। অধিনায়ক শুভমন গিল ও পেসার জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, “বুমরাহ ভয়ঙ্কর বোলার। ওকে সামলানো কঠিন হবে। অধিনায়ক হিসাবে শুভমনও ভাল। পাশপাশি ও ব্যাটটাও দারুণ করে। ওই দু’জন আমাদের সমস্যায় ফেলতে পারে।” স্টোকসের সংযোজন, “শুধু দু’জনকে নিয়ে অবশ্য ভাবলে চলবে না। ভারত কঠিন প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে লড়াই সহজ হবে না।”
আরও পড়ুন:
হেডিংলেতে ব্যাট ও বলের ভাল লড়াই দেখা যাবে বলে মনে করেন স্টোকস। আলাদা করে কোনও দলকে এগিয়ে রাখছেন না তিনি। স্টোকস বলেন, “হেডিংলেতে ব্যাটার ও বোলার সকলের জন্য কিছু না কিছু থাকে। আশা করি ভাল ক্রিকেট হবে। তবে আবহাওয়ার দিকে আমাদের নজর রাখতে হবে।”
গত তিন বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। এ বার সেই লক্ষ্যে শুরুটা করতে চান তিনি। শুরুতেই ভারতের মতো কঠিন দলের বিরুদ্ধে লড়াই। স্টোকস বলেন, “বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে আমাদের ম্যাচ জিততে হবে। সেটাই আমাদের লক্ষ্য। ম্যাচ জিতলে ফাইনালে উঠব। সেই লক্ষ্যেই ভারতের মতো কঠিন দলের বিরুদ্ধে নামব আমরা।”