তবে কি শুধু টি-টোয়েন্টি ক্রিকেটের দিকেই মন দিতে চান জফ্রা আর্চার? আর টেস্ট খেলতে চাইছেন না তিনি? চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই আর্চার। কবে ফিরবেন জানা যায়নি। অথচ তার মধ্যেই টি-টোয়েন্টি লিগে নাম লিখিয়ে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলতে চান ইংরেজ পেসার।
বিগ ব্যাশ লিগের আগামী মরসুমের জন্য ক্রিকেটার কেনা হবে। সেই ড্রাফ্টে আর্চারের নাম রয়েছে। তিনি জানিয়েছেন, পুরো মরসুম তাঁকে পাওয়া যাবে। আর্চার-সহ ইংল্যান্ডের ৪৯ ক্রিকেটার বিগ ব্যাশ লিগে নাম লিখিয়েছেন। তাঁদের মধ্যে ওলি পোপ ও জেকব বেথেল জানিয়েছেন, চার থেকে ছ’টা ম্যাচ তাঁরা খেলতে পারবেন। পাশাপাশি ফাইনালেও তাঁদের পাওয়া যাবে। লিয়াম ডসন, জেসন রয়, জর্ডন কক্স, লুক উড, রিচি টপলের মতো ক্রিকেটারেরা নাম দিয়েছেন সেখানে।
এর আগে দু’বছর বিগ ব্যাশে খেলেছেন আর্চার। ২০১৭ ও ২০১৮ সালে হোবার্ট হারিকেন্সে ছিলেন তিনি। দু’বছরে ২৩.২৬ গড়ে ৩৪টা উইকেট নিয়েছেন তিনি। আরও এক বার অস্ট্রেলিয়ার লিগে খেলতে চান ইংল্যান্ডের পেসার।
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে বোলিং আক্রমণ নিয়ে চাপে ইংল্যান্ড। মার্ক উড, ওলি স্টোন, গাস অ্যাটকিনসের পাশাপাশি আর্চারকেও পাবে না তারা। ইংল্যান্ড আশা করছে, দ্বিতীয় টেস্টের আগে আর্চার সুস্থ হয়ে উঠবেন। তাঁকে সাসেক্সের দ্বিতীয় সারির দলের হয়ে খেলতেও দেখা গিয়েছে। তবে এখনও ইংল্যান্ড বোর্ড তাঁর চোট নিয়ে স্পষ্ট করে কিছু বলেনি।
আরও পড়ুন:
কোমর ও কনুইয়ের চোটে চার বছর লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন আর্চার। খেলতে পারেননি অন্য কোনও প্রতিযোগিতাও। এ বার আইপিএলে ফেরেন তিনি। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় আঙুলে চোট পান। সেই চোট এখনও সারেনি। কিন্তু তার মধ্যেই কী ভাবে টি২০ লিগে আর্চার নাম লেখালেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কি টেস্টের থেকে টি২০-র দিকে বেশি মন রয়েছে তাঁর? টেস্টের থেকে টি২০-তে ধকল অনেক কম। সেই কারণেই কি ছোট ফরম্যাটের দিকে ঝুঁকছেন তিনি?
তবে এর একটা বিপরীত মতও রয়েছে। ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে ২৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে বিগ ব্যাশ লিগ। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে দেশের দলে সুযোগ পাওয়ার জন্য বিগ ব্যাশ শেষ সুযোগ। সেই জন্যই আর্চার বিগ ব্যাশে নাম লিখিয়েছেন বলে মত অনেকের। বিগ ব্যাশ শুরু হতে এখনও প্রায় ৬ মাস বাকি। তত দিনে আর্চার সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করেন তাঁরা।