অ্যাশেজ় সিরিজ়ের শুরুতেই চাপে ইংল্যান্ড। পার্থ টেস্টের প্রথম ২ ঘণ্টায় ৪ উইকেট হারিয়ে ১০৫ রান তুলেছেন বেন স্টোকসেরা। মিচেল স্টার্ক একাই তুলে নিয়েছেন ৩ উইকেট। মধ্যাহ্নভোজের বিরতিতে অপরাজিত রয়েছেন হ্যারি ব্রুক (২৮) এবং স্টোকস (৪)।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস। কিন্তু পার্থের ২২ গজে ইংল্যান্ডের ব্যাটারেরা সুযোগ কাজে লাগাতে পারলেন না। শুরুতেই আউট হয়ে যান ওপেনার ওপেনার জ্যাক ক্রলি (০)। অন্য ওপেনার বেন ডাকেটও (২১) দলকে তেমন ভরসা দিতে পারলেন না। দু’জনকেই আউট করেন স্টার্ক। জো রুটকেও (০) দ্রুত আউট করে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন স্টার্ক।
৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামলান তিন নম্বরে নামা অলি পোপ এবং পাঁচ নম্বরে নামা ব্রুক। চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৫৫ রান। পোপকে (৪৬) করেন ক্যামেরুন গ্রিন। মধ্যাহ্নভোজের বিরতিতে অপরাজিত রয়েছেন ব্রুক এবং স্টোকস। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন স্টার্ক। ১০ রানে ১ উইকেট গ্রিনের।