চ্যাম্পিয়ন্স ট্রফির চার দিন আগে স্বস্তি ইংল্যান্ড শিবিরে। চোট সারিয়ে ফিট বেন ডাকেট। ইংল্যান্ডের ওপেনার খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলার সময় চোট পেয়েছিলেন ডাকেট।
ডাকেটের চোটমুক্তির কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। অহমদাবাদে ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন ডাকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল জস বাটলারদের শিবিরে।
শনিবার ইসিবি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘‘বেন ডাকেটের বাঁ দিকের কুঁচকির স্ক্যান করানো হয়েছে। ওর চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে কোনও বাধা নেই। ভারতের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিল। ১৮ ফেব্রুয়ারি দলের সঙ্গেই পাকিস্তানে যাবে ডাকেট। ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচও খেলতে পারবে।’’
ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ডাকেট ছিলেন ইংল্যান্ডের সফলতম ব্যাটার। তিনটি ম্যাচে ৪৩.৬৬ গড়ে করেন ১৩১ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১২২.৪২। সাদা বলের ক্রিকেটে এই মুহূর্তে ইংল্যান্ডের সফলতম ব্যাটার ডাকেট। স্বাভাবিক ভাবেই তাঁর চোট ঘিরে উদ্বেগ তৈরি হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের দ্বিতীয় প্রতিপক্ষ আফগানিস্তান। ২৬ ফেব্রুয়ারি লাহোরে রশিদ খানদের বিরুদ্ধে খেলবেন বাটলারেরা। ১ মার্চ করাচিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।