সেমিফাইনালে খেলছেন বরুণ চক্রবর্তী। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া স্পিনারকে বসানোর ঝুঁকি নেয়নি ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলেছিল, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেই ১১ জনই খেলতে নামলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চার জন স্পিনার নিয়ে খেলতে নেমেছিল ভারত। শুরুতে সেটা নিয়ে সমালোচনা হলেও বরুণ পাঁচ উইকেট নিয়ে চুপ করিয়ে দেন সকলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতীয় দলে পেসার হিসাবে রইলেন শুধু মহম্মদ শামি। তাঁর সঙ্গে পেসার হিসাবে খেলবেন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। চার জন স্পিনারের মধ্যে বরুণ ছাড়াও রয়েছেন অক্ষর পটেল, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব।
ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল রয়েছেন। সেই সঙ্গে বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুলকেও রেখেছে ভারত। উইকেটরক্ষক হিসাবে খেলবেন রাহুল। এই পাঁচ ব্যাটারের সঙ্গে হার্দিক, জাডেজা এবং অক্ষর রয়েছেন অলরাউন্ডার হিসাবে।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া দলে যদিও বদল হয়েছে। এত দিন পাকিস্তানে খেলছিল তারা। দুবাইয়ের পিচে স্পিনারেরা সাহায্য পান । সেটা মাথায় রেখেই তনবীর সঙ্গাকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় বংশোদ্ভূত এই লেগ স্পিনারকে দলে নিয়েছে তারা। বসানো হয়েছে বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে। চোটের কারণে নেই ম্যাথু শর্ট। সেই জায়গায় দলে এসেছেন ওপেনার কুপার কনোলি।
ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: কুপার কনোলি, ট্রেভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারে, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারসুইস, নাথান এলিস, অ্যাডাম জ়াম্পা এবং তনবীর সঙ্গা।