Advertisement
E-Paper

কাম্বলিকে নিয়ে আবার উদ্বেগ, ঠিক মতো হাঁটতে পারছেন না, কথাও বলতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার

গত বছর ডিসেম্বরে অসুস্থ বিনোদ কাম্বলিকে ভর্তি করানো হয়েছিল ঠাণের এক হাসপাতালে। মূত্রনালির সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। তার পর থেকে টানা চিকিৎসা চলছে প্রাক্তন ক্রিকেটারের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৮:১৮
picture of Vinod Kambli

বিনোদ কাম্বলি। —ফাইল চিত্র।

বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আবার উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটার ঠিক মতো হাঁটতে পারছেন না। কথাও ভাল ভাবে বলতে পারছেন না। কাম্বলির জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তাঁর ভাই বীরেন্দ্র।

প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন বীরেন্দ্র। গত বছর ২১ ডিসেম্বর অসুস্থ কাম্বলিকে ভর্তি করানো হয়েছিল ঠাণের এক হাসপাতালে। মূত্রনালির সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। কিছু দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও টানা চিকিৎসা চলছে কাম্বলির। বাড়িতেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সমস্যা আগের থেকে কমলেও এখনও সুস্থ নন তিনি। ঠিক মতো কথাও বলতে পারেন না। বান্দ্রার বাড়িতেই চিকিৎসা চলছে কাম্বলির।

এক সাক্ষাৎকারে বীরেন্দ্র বলেছেন, ‘‘দাদা এখন বাড়িতে আছে। আগের থেকে অনেক স্থিতিশীল। কথা বলতে এখনও সমস্যা হয়। সম্পূর্ণ সুস্থ হতে বেশ সময় লাগবে। তবে আমার দাদা চ্যাম্পিয়ন। আবার স্বাভাবিক, সুস্থ জীবনে ফিরে আসবেই। আশা করছি, কিছু দিন পর থেকে স্বাভাবিক ভাবে হাঁটতে পারবে। হয়তো দৌড়তেও পারবে। দাদার উপর আমার বিশ্বাস রয়েছে। আমার আশা, আপনারা সবাই আবার ওকে মাঠে দেখতে পাবেন।’’

কাম্বলিকে হাসপাতালে কেন ভর্তি করানো হয়েছিল তা নিয়ে বীরেন্দ্র বলেছেন, ‘‘১০ দিনের একটা রিহ্যাব ছিল। ওর গোটা শরীর পরীক্ষা করা হয়েছে। মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে। মূত্রনালির সংক্রমণের পরীক্ষা হয়েছে। সব পরীক্ষার ফলই মোটের উপর ভাল। সমস্যা এখন অনেক কম। তবে এখনও নিজে ঠিক মতো হাঁটতে পারছে না। চিকিৎসকেরা ফিজ়িয়োথেরাপি করানোর পরামর্শ দিয়েছেন। এখনও কথা জড়ালেও আগের থেকে অনেক কম। ধীরে হলেও ক্রমশ সুস্থ হয়ে উঠছে দাদা। আপনাদের অনুরোধ করব, দাদার জন্য একটু প্রার্থনা করুন। ওর পাশে থাকুন। আপনাদের ভালবাসা এবং সমর্থন প্রয়োজন ওর।’’

গত বছর ডিসেম্বরে অনেক দিন পর একটা অনুষ্ঠানে বিনোদ কাম্বলিকে প্রকাশ্যে দেখা যায়। কাম্বলির শারীরিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রয়াত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের একটি স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাঁর দুই প্রিয় ছাত্র কাম্বলি এবং সচিন তেন্ডুলকর। বাল্যবন্ধুর কাছে গিয়ে কথাও বলেন সচিন। কিন্তু সেই অনুষ্ঠানে কাম্বলিকে দেখেই বোঝা গিয়েছিল তিনি গুরুতর অসুস্থ।

পরে জানা যায় শুধু শারীরিক ভাবেই নয়, আর্থিক ভাবেও ধুঁকছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য। তাঁর সাহায্যে এগিয়ে আসেন প্রাক্তন ক্রিকেটার, রাজনৈতিক নেতা-সহ বেশ কিছু মানুষ। তার পরই কাম্বলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

ভারতের হয়ে ১৭টা টেস্ট এবং ১০৪টে এক দিনের ম্যাচ খেলেছেন কাম্বলি। উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য দ্রুত হারিয়ে যান ২২ গজের দুনিয়া থেকে। তাঁকে একাধিক বার স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও তেমন লাভ হয়নি।

Vinod Kambli Health Condition Cricketer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy