অবশেষে জল্পনার অবসান হল। গত কয়েক মাস ধরে সোফি শাইনের সঙ্গে শিখর ধাওয়ানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। ধাওয়ান তাতে সিলমোহর দিয়েছেন। নতুন প্রেমিকার সঙ্গে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিয়ে নিজের প্রেমের কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
ইনস্টাগ্রামে সোফির সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করেছেন ধাওয়ান। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ভালবাসা।’ সঙ্গে হৃদয়ের একটি ইমোজিও দিয়েছেন তিনি। তার পরেই সেই পোস্ট ভাইরাল। সকলে ধাওয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন।
চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দুবাইয়ে ধাওয়ানের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা গিয়েছিল সোফিকে। তার পরেই গুঞ্জন শুরু হয়েছিল যে ধাওয়ান আবার প্রেম করছেন। ইঙ্গিত দিলেও সরাসরি সেই কথা এত দিন স্বীকার করেননি ধাওয়ান। অবশেষে তিনি জানিয়ে দিয়েছেন, তাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন।
আরও পড়ুন:
সোফি আয়ারল্যান্ডের নাগরিক। আমেরিকার একটি সংস্থায় কর্মরত তিনি। আমেরিকার সংস্থা হলেও তাদের অফিস রয়েছে দুবাইয়ে। সেখানেই থাকেন সোফি। দুবাইয়েই ধাওয়ানের সঙ্গে তাঁর পরিচয়। কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে সোফির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ধাওয়ান। সেই অনুষ্ঠানে দর্শকাসনে ছিলেন সোফি। ধাওয়ানকে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কোনও নাম নেব না। কিন্তু এই ঘরে সবচেয়ে সুন্দরী মহিলা আমার প্রেমিকা। এ বার আপনারা বুঝে নিন।” তখনই ক্যামেরা ধরেছিল সোফিকে। ধাওয়ানের কথা শুনে হেসেছিলেন তিনি।
২০১১ সালে অস্ট্রেলিয়ার নাগরিক আয়েষা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল ধাওয়ানের। তাঁদের এক সন্তান রয়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তার পরে ধাওয়ান জানিয়েছিলেন, তাঁদের সন্তান জোরাওয়ার আয়েষার সঙ্গে থাকে। আদালতের নির্দেশের পরেও পুত্রের সঙ্গে তাঁকে দেখা করতে দেন না আয়েষা। ফোনেও কথা বলতে দেন না। বুকের কষ্ট চেপে রেখে তিনি পুত্রকে ক্রমাগত মেসেজ করে যান। তিনি আশা রাখেন, এক দিন পুত্রের সঙ্গে ঠিক দেখা হবে তাঁর। এই দুঃখের মধ্যেই জীবনে প্রেম এসেছে ধাওয়ানের।