এ বারের মতো মরসুম শেষ চেন্নাই সুপার কিংসের। প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে বিদায় নিয়েছে তারা। তবে তার মাঝেই এক তরুণ ভারতীয় ব্যাটারকে ট্রায়ালে ডেকেছে চেন্নাই। কেন এই সিদ্ধান্ত? তবে কি আগামী মরসুমের জন্য দল গড়তে শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনিরা?
কয়েক দিন আগে ধোনি জানিয়েছিলেন, এ বার আর তাঁদের প্লে-অফে ওঠার সম্ভাবনা নেই। ফলে এখন থেকেই পরের বারের কথা ভাবছেন তাঁরা। আগামী বছরের দল আগে থেকেই গড়ে নিতে চান। সেই পথেই কি এগোচ্ছে চেন্নাই? জানা গিয়েছে, গুজরাতের উইকেটরক্ষক-ব্যাটার উর্বিল পটেলকে ট্রায়ালে ডেকেছে চেন্নাই।
ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর এই খবর দিয়েছেন। তিনি বলেন, “বিশ্বস্ত সূত্রে আমি খবর পেয়েছি যে উর্বিলকে চেন্নাই ট্রায়ালে ডেকেছে। মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ওর কয়েকটা শতরান আছে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে নিলামে কেন কেউ ওকে নেয়নি। এমনকি ওর আগে আয়ুষ মাত্রেও জায়গা পেয়ে গেল। জানি না, দলগুলো কী ভাবছিল? যাক, এ বার হয়তো উর্বিল আইপিএলে খেলতে পারবে।” তবে চেন্নাই সুপার কিংস এই বিষয়ে কিছু জানায়নি।
আরও পড়ুন:
গুজরাতের ২৬ বছর বয়সি উর্বিল ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪২৩ রান করেছেন। ২২টি লিস্ট এ ম্যাচ খেলে ৭৪৮ রান করেছেন তিনি। কেরিয়ারে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১১৬২ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি, লিস্ট এ ক্রিকেটে তিনটি ও টি-টোয়েন্টিতে দু’টি শতরান করেছেন তিনি। তাঁর দিকে এ বার নজর পড়েছে ধোনিদের।
এ বার চেন্নাইকে ডুবিয়েছে তাদের ব্যাটিং। কোনও ব্যাটারই ছন্দে নেই। নিলামে দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠীদের নিয়ে হাত কামড়াচ্ছে চেন্নাই। সেই কারণেই হয়তো আগামী বছরের ব্যাটিং আক্রমণ তৈরি রাখতে চাইছে তারা। প্রথমে নেওয়া হয়েছে আয়ুষকে। এ বার ট্রায়ালে ডাকা হয়েছে উর্বিলকে। এই তরুণ ব্যাটারদের উপর ভরসা করতে চাইছেন ধোনিরা। অন্তত চেন্নাই তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।