আইপিএলে টগবগিয়ে ছুটছে মুম্বই ইন্ডিয়ান্সের বিজয়রথ। পর পর পাঁচটি ম্যাচ জিতে প্লে-অফের লড়াইয়ে অনেকটা এগিয়ে গিয়েছে তারা। সেই সাফল্যের মাঝেই এ বার ধাক্কা খেল মুম্বই ইন্ডিয়ান্স। এই মরসুমে প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন বিগ্নেশ পুথুর। বাকি মরসুমে তাঁকে আর পাবেন না হার্দিক পাণ্ড্যেরা।
মুম্বই ইন্ডিয়ান্স জানিয়েছে, বিগ্নেশের দু’পায়ের হাড়ে কোনও সমস্যা হয়েছে। তার ফলে এই মরসুমে আর তিনি খেলতে পারবেন না। তাঁর দিকে নজর রাখছে মুম্বইয়ের মেডিক্যাল দল। বিগ্নেশের বদলি হিসাবে পঞ্জাবের স্পিনার রঘু শর্মাকে নিয়েছে মুম্বই। হার্দিকদের দলের নেট বোলারের তালিকায় ছিলেন রঘু। এ বার তাঁকে মূল দলে নেওয়া হয়েছে।
বিগ্নেশ মুম্বইয়ের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৬ উইকেট। অভিষেকেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। তাঁর বোলিং মুগ্ধ করেছিল হার্দিক, সূর্যকুমার যাদবদের। তবে সব ম্যাচে খেলানো যায়নি তাঁকে। কোনও কোনও ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছেন তিনি।
আরও পড়ুন:
পঞ্জাবের হয়ে ১১টি প্রথম শ্রেণির, ন’টি লিস্ট এ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রঘু। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত তিন বার ম্যাচে ১০ উইকেট বা তার বেশি নিয়েছেন রঘু। ম্যাচে ৫ উইকেট বা তার বেশি নিয়েছেন পাঁচ বার। ২০২৪-২৫ বিজয় হজারে ট্রফিতে পঞ্জাবের হয়ে ন’টি ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন রঘু। এ বার আইপিএলে সুযোগ পেলেন তিনি।