Advertisement
E-Paper

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম দোশীর। একটু দেরিতে ৩২ বছর বয়সে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০০:০৩
প্রয়াত দিলীপ দোশী।

প্রয়াত দিলীপ দোশী। ছবি: সংগৃহীত।

প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার লন্ডনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর।

ভারতের এই প্রাক্তন বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে দেশের হয়ে তাঁর অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টি এবং এক দিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তাঁর।

১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম দোশীর। একটু দেরিতে ৩২ বছর বয়সে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়ের আছে। দোশী তাঁদের মধ্যে এক জন। এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদির পর ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের দায়িত্ব সামলেছেন দোশী।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৮৯৮টি উইকেট রয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলে। এক্স হ্যন্ডলে কুম্বলে লিখছেন, “দীলিপ ভাইয়ের মৃত্যু সংবাদ হৃদয়বিদারক। ঈশ্বর ওঁর পরবিবার ও পরিজনদের শক্তি দিক।” দোশী রেখে গেলেন স্ত্রী কালিন্দী, পুত্র নয়ন ও কন‍্যা বিশাখাকে।

গত মাসে লন্ডনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও দেখেছেন দোশী। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও ছিলেন তিনি।

অভিমানি দোশী নিঃশব্দে বিদায় জানান ক্রিকেটকে। সেই সময় ভারতীয় ক্রিকেট যে ভাবে চালানো হচ্ছিল তার সঙ্গে একেবারেই সহমত হতে পারেননি দোশী।

পুত্র নয়নও ক্রিকেটার। রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়‍্যালসের হয়ে আইপিএল খেলেছেন। ভারতে সৌরাষ্ট্রের হয়ে এবং ইংল্যান্ডে ডার্বিশায়ার ও সারের হয়ে খেলেছেন নয়ন।

Dilip Doshi Spinner
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy