টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন জেসন হোল্ডার। এক বছরে সর্বাধিক উইকেট নেওয়ার নজির গড়েছেন নাইট রাইডার্সের ক্রিকেটার। তিনি ভেঙেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খানের রেকর্ড।
৩৪ বছরের হোল্ডার ২০২৫ সালে সব মিলিয়ে ৬৯ টি-টোয়েন্টি খেলেছেন। তিনি নিয়েছেন ৯৭ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের জাতীয় দল ছাড়াও তিনি খেলেছেন বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে। তার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আবু ধাবি নাইট রাইডার্স ও মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। শাহরুখ খানের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজ়ির আর দু’টি দল তারা। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার। তা ছাড়া পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলেছেন হোল্ডার।
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ২৩ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন হোল্ডার। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে নিয়েছেন ১৮ ম্যাচে ২৯ উইকেট। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের হয়ে ১০ ম্যাচে ১৩, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে ৮ ম্যাচে ৯ ও ইসলামাবাদের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। বাংলাদেশ সুপার লিগে দু’ম্যাচ খেললেও এখনও উইকেট পাননি তিনি। নইলে এক বছরে ১০০ উইকেটের রেকর্ড গড়তে পারতেন হোল্ডার।
এর আগে ২০১৮ সালে সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৯৬ উইকেট নিয়েছিলেন রশিদ। তবে হোল্ডারের থেকে কম ম্যাচ (৬১) খেলে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। আফগানিস্তানের জাতীয় দল ছাড়া বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্স, দক্ষিণ আফ্রিকার লিগে ডারবান হিট, আইসিসি বিশ্ব একাদশ, আফগানিস্তানের লিগে কাবুল জোয়ানান, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছিলেন রশিদ।
আরও পড়ুন:
এক বছরে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের তালিকায় হোল্ডার ও রশিদের পরেই রয়েছেন ডোয়েন ব্র্যাভো ও নুর আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্র্যাভো ৮৭ ও আফগানিস্তানের নুর নিয়েছেন ৮৬ উইকেট।
চলতি বছর টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের তালিকায় হোল্ডারের পরেই রয়েছেন নুর। এই বছর ৬৫ ম্যাচে ৮৬ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের হাসান আলি। তিনি নিয়েছেন ৩৫ ম্যাচে ৭১ উইকেট। চার ও পাঁচ নম্বরেও রয়েছেন পাকিস্তানের দুই বোলার। হ্যারিস রউফ ৪০ ম্যাচে ৬৬ ও ফাহিম আশরফ ৫১ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন।