শনিবার জানা গিয়েছিল, রবিবার কলকাতায় পা রাখবেন গৌতম গম্ভীর ও শুভমন গিল। সেটাই সত্যি হল। রবিবার রাতেই কলকাতা চলে এলেন ভারতীয় দলের প্রধান কোচ ও অধিনায়ক। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট শুরু। তার পাঁচ দিন আগেই শহরে পা রাখলেন গম্ভীর, শুভমন।
শনিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ম্যাচ ভেস্তে যাওয়ার পরের দিন, অর্থাৎ, রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামেন ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। শুভমন ছাড়াও জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডি এসেছেন কলকাতায়। গম্ভীর ছাড়াও দলের বোলিং কোচ মর্নি মর্কেল, সহকারী কোচ রায়ান টেন দুশখাতেকে দেখা যায়। ভারতীয় দলের সাপোর্ট স্টাফেরাও চলে এসেছেন কলকাতায়। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
ভারতীয় দলের বাকি ক্রিকেটারেরা সোমবার ধাপে ধাপে কলকাতায় আসবেন। মঙ্গলবার থেকে ইডেন গার্ডেন্সে অনুশীলন শুরু করে দেবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই সহজ হবে না। বিশেষ করে ইডেনে পেসারেরা বাড়তি সুবিধা পান। শুভমনেরা সবে টি-টোয়েন্টি সিরিজ় খেলেছেন। লাল বলের ক্রিকেটে ফেরার অনুশীলন করতে হবে তাঁদের। সেই কারণে সময় নষ্ট করতে চাননি গম্ভীর। কয়েক দিন আগে থেকে অনুশীলন শুরু করে দিতে চাইছেন তিনি।