আইপিএল শুরু হতে মাসখানেক বাকি। তার আগে গুজরাত টাইটান্সের মালিকানা বদলে যেতে পারে। বর্তমান মালিক পক্ষের তরফে ইতিমধ্যেই বোর্ডের কাছে মালিকানা হস্তান্তরের আবেদন করা হয়েছে। সবুজ সঙ্কেত পেলেই মালিকানা বদল চূড়ান্ত হয়ে যাবে।
২০২২ সালে আইপিএলে নতুন দু’টি দলের জন্য আবেদনপত্র চেয়েছিল বিসিসিআই। আদানি-সহ একাধিক সংস্থাকে টপকে গুজরাতের ‘বিড’ কিনে নেয় সিভিসি গ্রুপ। ৫৬২৫ কোটি টাকায় গুজরাত দলটি কিনেছিল তারা। আদানি সংস্থা দর দিয়েছিল ৫১০০ কোটি টাকার। সেই সময় ‘বিড’-এ অংশ নিয়েছিল অহমদাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা টরেন্ট গোষ্ঠী। তারা ৪৬৫৩ কোটি টাকা দর দিয়ে হেরে যায়। গুজরাতের নতুন মালিক হতে চলেছে এই টরেন্ট গোষ্ঠীই।
গত দু’বছর ধরেই টরেন্ট গোষ্ঠীর মালিক হওয়ার ব্যাপারে কথাবার্তা চলছিল। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও সংস্থা আইপিএলের দল কিনলে পরবর্তী তিন বছর মালিকানা বদলানো যায় না। সেই মেয়াদ শেষ হয়েছে ১০ ফেব্রুয়ারি। এখন আর মালিকানা বদলে অসুবিধা নেই।
ঠিক কত টাকায় টরেন্ট গুজরাত দল কিনছে তা জানা যায়নি। তবে দলে ৬০ শতাংশেরও বেশি মালিকানা তাদের হাতে থাকবে। আইপিএলে আবির্ভাবে প্রথম দু’বছর ভাল খেলেছে গুজরাত। ২০২২ সালে চ্যাম্পিয়ন এবং ২০২৩ সালে রানার-আপ হয়েছে। এই মুহূর্তে গুজরাতের বাজামূল্য ৭৮০০ কোটির কাছাকাছি। প্রসঙ্গত, ২০২২ সালে সঞ্জীব গোয়েন্কার আরপিএসজি গোষ্ঠী লখনউ দলটি কিনেছিল ৭০৯০ কোটি টাকায়।
আরও পড়ুন:
প্রশ্ন উঠছে, মালিকানা বদলের পর দলের ভবিষ্যৎ কী হবে? জানা গিয়েছে, এখনই আমূল বদলের সম্ভাবনা নেই। অন্তত আগামী মরসুমে আশিস নেহরাই কোচ এবং শুভমন গিল অধিনায়ক থাকবেন। তার পরে দলের চেহারা বদলাতে পারে। নাম বদল, এমনকি জার্সিতেও বদল হতে পারে।