Advertisement
E-Paper

ধোনির সঙ্গে কথা বলেন না হরভজন, একসঙ্গে বিশ্বকাপ জেতা সতীর্থ আর বন্ধুও নন ভাজ্জির

দু’টি বিশ্বকাপ একসঙ্গে জিতেছিলেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসেও একসঙ্গে খেলেছেন। প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এখন আর কথাই বলেন না হরভজন সিংহ। তাঁরা আর বন্ধুও নন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮
cricket

ভারতীয় দলের হয়ে খেলার সময় মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং হরভজন সিংহ। — ফাইল চিত্র।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে এক দিনের বিশ্বকাপ একসঙ্গে জিতেছিলেন। তার পরে আইপিএলে চেন্নাই সুপার কিংসেও একসঙ্গে খেলেছেন। প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এখন আর কথাই বলেন না হরভজন সিংহ। এমনকি তাঁরা আর বন্ধুও নন। এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন হরভজন নিজেই।

ভারতের প্রাক্তন অফস্পিনার বলেছেন, “ধোনির সঙ্গে আমি কথা বলি না। সিএসকে-র হয়ে খেলার সময় ওর সঙ্গে কথা বলতাম। তা ছাড়া আমাদের কথা হয়নি। প্রায় ১০ বছর বা তারও বেশি হয়ে হয়ে গেল। আমার কোনও সমস্যা নেই। হয়তো ওর আছে। জানি না সেগুলো কী। সিএসকে-র হয়ে খেলার সময় আমরা শুধু মাঠেই কথা বলতাম। তার পরে না ও কোনও দিন আমার ঘরে এসেছে, না আমি ওর ঘরে গিয়েছি।”

ধোনির সঙ্গে যে তাঁর কোনও সমস্যা নেই সেটা স্পষ্ট করেছেন হরভজন। বলেছেন, “ধোনিকে নিয়ে কোনও সমস্যা নেই আমার। যদি ওর কিছু বলার থাকে আমাকে বলতেই পারে। আমার মনে হয় না সে রকম কিছু আছে। থাকলে এত দিনে বলে দিত। আমি কখনও ওকে ফোন করার চেষ্টা করিনি। এ সব ব্যাপারে আমি একটু আবেগপ্রবণ। যারা ফোন ধরবে শুধু তাদেরই ফোন করি। আমার কাছে অত সময় থাকে না। যারা বন্ধু শুধু তাদের সঙ্গেই যোগাযোগ রয়েছে। কোনও সম্পর্কই একতরফা হয় না। যদি আমি আপনাকে সমীহ করি তা হলে আপনাকেও করতে হবে। তবে যদি এক বার-দু’বার আপনাকে ফোন করার পরেও না ধরেন, তা হলে শুধু দরকারের সময়েই আপনার সঙ্গে দেখা করব।”

শেষ বার ২০১৫ সালে ধোনি এবং হরভজন ভারতের হয়ে একই দলে খেলেছেন। ২০১৫ বিশ্বকাপের পর ভারতের দল থেকে বাদ পড়েন হরভজন।

MS Dhoni Harbhajan Singh BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy