বিজয় হজারেতে শনিবার আক্রমণাত্মক ইনিংস খেললেন হার্দিক পাণ্ড্য। শতরান তো করেছেনই। একটি ওভারে পাঁচটি ছয় এবং একটি চার মেরেছেন। অল্পের জন্য রবি শাস্ত্রীর ছয় ছক্কার নজির ছুঁতে পারেননি। তা সত্ত্বেও হেরে গিয়েছে বডোদরা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলেও রাখা হয়নি হার্দিককে।
এ দিন ব্যাট করতে নামার সময় বিদর্ভের বিরুদ্ধে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বডোদরা। হার্দিক সাবধানি হয়ে খেলা শুরু করেন। লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে জুটি বেঁধে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নিয়ে রান করতে থাকেন। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন। পাশাপাশি খারাপ বলে খুঁজে নেন বাউন্ডারিও।
৩৯তম ওভারে ঘটনাটি ঘটে। বিদর্ভের স্পিনার পার্থ রেখাড়ের প্রথম পাঁচটি বলই গ্যালারিতে পাঠিয়ে দেন হার্দিক। ওভারের শেষ বলে চার মারেন তিনি। সেই ওভার থেকে ৩৪ রান আসে।
শুধু তাই নয়, ওভার শুরু হওয়ার আগে হার্দিক ব্যাট করছিলেন ৬৬ রানে। ওভার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে শতরান করে ফেলেন। ৬৮ বলে শতরান করেন হার্দিক। শেষ পর্যন্ত ৯২ বলে ১৩৩ রান করেন তিনি। মেরেছেন ১১টি চার এবং ৮টি ছয়। অন্য কোনও ব্যাটার ৩০ রান পেরোতে পারেননি।
বিদর্ভ ম্যাচ জিতেছে ৯ উইকেটে। ১৫০ রান করে অপরাজিত থাকেন আমন মোখাড়ে। ধ্রুব শোরে অপরাজিত থাকেন ৬৫ রানে।
আরও পড়ুন:
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে যে হার্দিককে রাখা হবে না তা কিছুটা প্রত্যাশিতই ছিল। তাঁকে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্রাম দিতে চায় বোর্ড। হার্দিক টি-টোয়েন্টি দলে থাকছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। সে কথা ভেবেই চাপ দিতে চাইছে না বোর্ড।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, হার্দিক এখনও বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের থেকে ম্যাচে ১০ ওভার বল করার অনুমতি পাননি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁর ওয়ার্কলোড পরিচালনা করা হচ্ছে।